Constable Recruitment Exam: নিয়োগের পরীক্ষায় প্রযুক্তির সাহায্যে নকলের অভিযোগ, ধৃত ৪০

কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ব্লুট্রুথ ডিভাইস ব্যবহার করে নকল করা হচ্ছিল। এই অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের গয়াতে।

Arrested (Photo Credits: Pixabay/ Representational Image)

পাটনা: কনস্টেবল নিয়োগের পরীক্ষায় (constable recruitment examination) ব্লুট্রুথ ডিভাইস (Bluetooth devices) ব্যবহার করে নকল (cheating) করা হচ্ছিল। এই অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করল পুলিশ (Bihar Police)। ঘটনাটি ঘটেছে বিহারের গয়াতে (Gaya)।

স্থানীয় সূত্রে খবর, রবিবার বিহারের গয়াতে কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলছিল। সেসময় ৪০ জন পরীক্ষার্থী ব্লুট্রুথ ডিভাইস ব্যবহার করে প্রশ্নের উত্তর লিখছিল। এই ঘটনার খবর পেয়ে রবিবার বিহার পুলিশের একটি দল পরীক্ষা কেন্দ্রগুলিতে (exam centres) হানা দিয়ে ৪০ জনকে আটক করে। পরে পুলিশের জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধের কথা স্বীকার করার পর তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পিছনে একটি চক্র (racket) কাজ করছিল বলে জানা গিয়েছে।

এপ্রসঙ্গে গয়ার ডেপুটি সুপারিটেন্ডেট অফ পুলিশ (Deputy Superintendent of Police) সংবাদমাধ্যমকে জানান, গোপন সূত্রে খবর আসে রবিবার গয়ার বিভিন্ন কেন্দ্রে কনস্টেবল নিয়োগের পরীক্ষার সময় কিছু পরীক্ষার্থী ব্লুট্রুথ ডিভাইসের সাহায্য নিয়ে পরীক্ষায় নকল করছে। এরপরই ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে হানা দিয়ে ৪০ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। জেরায় ধৃতরা জানায়, পরীক্ষা হলে ঢোকার আগে একটি চক্রের সদস্যরা তাঁদের ওই ব্লুট্রুথ ডিভাইস দিয়েছিল। এর মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নগুলির উত্তর বলে দেওয়া হচ্ছিল। বর্তমানে ওই চক্রের সদস্যদের খোঁজে চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে। এদিক ধৃতদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলেছে। বর্তমানে তাদের জেল হেফাজতে রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লক্ষ্মীপুর খেরিতে সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন প্রিলিমিনারি এলিজিবিলিটি টেস্ট (Subordinate Staff Selection Commission Preliminary Eligibility Test) দেওয়ার সময় অন্যের অ্যাডমিট কার্ড ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিল এক যুবক। তাকে গ্রেপ্তার করে জেরা চালাচ্ছে পিলভিট পুলিশ।



@endif