Bharat Jodo Nyaya Yatra: অখিলেশ সাথে হাঁটো, সপাকে পত্র পাঠিয়ে ভারত জোড়োয় আমন্ত্রণ কংগ্রেস
ক দিন আগেই কংগ্রেসকে নিয়ে অভিমান শোনা গিয়েছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলায়। কংগ্রেসকে না জানিয়েই উত্তরপ্রদেশে ১৬টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।
নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি: ক দিন আগেই কংগ্রেসকে নিয়ে অভিমান শোনা গিয়েছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Samajwadi Party Chief Akhilesh Yadav)গলায়। কংগ্রেসকে না জানিয়েই উত্তরপ্রদেশে ১৬টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। অখিলেশ ক্ষোভের সুরে জানিয়ে ছিলেন, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
অখিলেশের এই ক্ষোভ শুনে তড়িঘড়ি ব্যবস্থা নিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জgন খাড়গে (Congress President Mallikarjun Kharge )। আগামী ১৬ জানুয়ারি উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-য় উপস্থিত থাকার আবেদন জানিয়ে আমন্ত্রণ পত্র পাঠালেন কংগ্রেস সভাপতি খাড়গে।
দেখুন খবরটি
সেইদিন ভারত জোড়ো ন্যায় যাত্রায় চাঁদাউলি জেলার জাতীয় ইন্টার কলেজে এক জনসভায় অখিলেশ যাদব ও তাঁর দলের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আমন্ত্রন পত্র পাঠাল কংগ্রেস।