Congress Leader Pawan Khera: অসম পুলিশের আপত্তিতে ইন্ডিগোর বিমান থেকে নামিয়ে দেওয়া হল কংগ্রেস নেতা পবন খেরাকে! দিল্লি বিমানবন্দরে তুঙ্গে উত্তেজনা (দেখুন ভিডিও)

সদ্য কংগ্রেস নেতা পবন খেরা নরেন্দ্র মোদীকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন,'নরেন্দ্র দামোদরদাস মোদী ’ নয়, ‘নরেন্দ্র গৌতমদাস মোদী’। উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানি গোষ্ঠীর সম্পর্ককে খোঁচা দিয়ে তাঁর এই মন্তব্য উঠে আসে। মনে করা হচ্ছে সেই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক এফআইআর-এর জেরে তাঁকে বিমান থেকে নামতে বাধ্য করা হয়।

Congress leader Pawan Khera was stopped Photo Credit: Twitter@ANI

দিল্লি বিমানবন্দর থেকে কংগ্রেসের একটি প্রতিনিধি দল যাচ্ছিল অসমের রাইপুরে। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা পবন খেরা। তবে বিমানযাত্রার আগেই  দিল্লি বিমানবন্দরে ঘটে গেল নাটকীয় ঘটনা। আচমকাই কংগ্রেস নেতা পবন খেরাকে ইন্ডিগোর বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ সামনে এল। দিল্লি পুলিশ জানিয়েছে অসম পুলিশের কাছ থেকে তাঁকে থামানোর বার্তা পেয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সদ্য কংগ্রেস নেতা পবন খেরা নরেন্দ্র মোদীকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন,'নরেন্দ্র দামোদরদাস মোদী ’ নয়, ‘নরেন্দ্র গৌতমদাস মোদী’। উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানি গোষ্ঠীর সম্পর্ককে খোঁচা দিয়ে তাঁর এই মন্তব্য উঠে আসে। মনে করা হচ্ছে সেই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক এফআইআর-এর জেরে তাঁকে বিমান থেকে নামতে বাধ্য করা হয়।

এরপরই দিল্লি বিমানবন্দরে কংগ্রেসের প্রতিনিধি দল ‘বিজেপি হায় হায়’ স্লোগান তোলে। দিল্লি বিমানবন্দর থেকে একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতে থাকে। সেখানে কংগ্রেসের নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, সুপ্রিয়া শ্রীনাতেরা উপস্থিত ছিলেন। সকলেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।