INDIA: ইন্ডিয়া জোটে কোন ফর্মুলায় আসন সমঝোতা, ফাঁস করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ
ইন্ডিয়া দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় কংগ্রেসের মূল চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস
বিজেপিকে রুখতে দেশের ২৭ টি দলকে নিয়ে গড়া জোট ইন্ডিয়ায় শামিল হয়েছে কংগ্রেস। কর্ণাটকে দুরন্ত জয়ের পর ইন্ডিয়া জোটের বাইরে নিজেদের শক্তি পরীক্ষার চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্রিশগড়ে বিজেপির কাছে বড় হারের পর ইন্ডিয়া জোট নিয়ে সিরিয়াস হাত শিবির। নরেন্দ্র মোদিকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থীতেই সায়ে দিয়েছে কংগ্রেস। এবার কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ কোন রাজ্যে কোন দলের সঙ্গে কি ফর্মুলায় জোট গড়া যাবে তা নিয়ে ।
ইন্ডিয়া জোটের দলগুলোর সঙ্গে কিভাবে আসন সহযোগিতা করবে কংগ্রেস তা নিয়ে একটা আভাস দিলেন দলের শীর্ষ নেতা জয়রাম নরেশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আইটি সেল এর প্রধান জয়রাম জানালেন, খোলা মন আর বন্ধ মুখে তার দল আসন সমঝোতার পথে হাঁটবে।
দেখুন ভিডিও
<blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | On being asked about seat sharing in the INDIA alliance, Congress General Secretary in-charge Communications, Jairam Ramesh says, "...'Khule mann aur band muh se hi hum seat sharing pe baat aage chalaenge'..." <a href="https://t.co/jdseT66i1d">pic.twitter.com/jdseT66i1d</a></p>— ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1739211019145388162?ref_src=twsrc%5Etfw">December 25, 2023</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ইন্ডিয়া দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় কংগ্রেসের মূল চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টি, এবং উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি। মহারাষ্ট্র, বিহার, ঝাড়খন্ডে কংগ্রেসের প্রধান চ্যালেঞ্জ কতগুলো বেশি আসনে লড়া যায় সেই বিষয়ে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)