Meghalaya: জোগাড় হয়েছে ম্যাজিক সংখ্যা, মঙ্গলবার শপথ কনরাড সাংমার, থাকছেন মোদী-শাহ

উদ্বেগ কাটিয়ে শেষ অবধি মেঘালয়ের মসনদে ফেরা নিশ্চিত করেছেন এনপিপি-র কনরাড সাংমা। ৬০ আসনের মেঘালয় বিধানসভা ক্ষমতায় বসতে লাগে ৩০জন বিধায়কের প্রয়োজন হয়।

শিলং,৫ মার্চ:  উদ্বেগ কাটিয়ে শেষ অবধি মেঘালয়ের মসনদে ফেরা নিশ্চিত করেছেন এনপিপি-র কনরাড সাংমা। ৬০ আসনের মেঘালয় বিধানসভা ক্ষমতায় বসতে লাগে ৩০জন বিধায়কের প্রয়োজন হয়। সেখানে এনপিপি জিতেছে ২৬টি-তে। দুটি আসনে জেতা বিজেপির সমর্থন পেলেও হিলস পার্টি হাত তুলে নেওয়ায় সংখ্য়াগরিষ্ঠতা জোগাড় করতে পারছিলেন না পিএ সাংমার পুত্র কনরাড।

সেই সুযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা মুকুল সাংমা কংগ্রেস ইউডিপি-কে নিয়ে চেষ্টা করেছিলেন বিরোধী জোটের সরকার গড়ায়। কিন্তু শেষ অবধি নির্দল সহ একটি দলের সমর্থন জোগাড় করে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন কনরাড সাংমা। আরও পড়ুন-

এনপিপি-র মুখপাত্র সাইদুল খান জানান, আগামী মঙ্গলবার, ৭ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কনরাড সাংমা। বিজেপি-র সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হতে চলা কনরাড সাংমার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি-র নেতারা। যে মোদী, শাহ ক দিন আগেই ভোটের প্রচারে কনরাড সাংমাকে দুর্নীতিবাজ অ্যাখা দিয়েছিলেন। প্রসঙ্গত, ৬০টা আসনের মেঘালয় বিধানসভায় ভোট হয়েছে ৫৯টি-তে। কারণ একটা আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়। সেই আসনে ক মাসের মধ্যেই উপনির্বাচন হবে। আরও পড়ুন-Migrant Workers Attacked: ভুয়ো খবর ছড়িয়ে গ্রেফতার সংবাদ পত্রের সম্পাদক, পরিযায়ী শ্রমিকরা নিরাপদেই আছেন তামিলনাড়ুতে জানাল পুলিশ

এক নজরে মেঘালয় বিধানসভা ২০২৩-র ফলাফল

মোট আসন ৬০

ভোট হয়েছে ৫৯টি আসনে

এনপিপি জয়ী: ২৬টি

ইউডিপি জয়ী: ১১টি

তৃণমূল জয়ী: ৫টি

কংগ্রেস জয়ী: ৫টি

ভিপিপি জয়ী: ৪টি

বিজেপি জয়ী; ২টি

হিলস পার্টি জয়ী: ২টি

পিডিএফ জয়ী: ২টি

নির্দল জয়ী: ২টি