IPL Auction 2025 Live

Covid-19: এবার মাস্ক বাধ্যতামূলক হল কেরলে, না পরলে জরিমানা

দেশে করোনা সংক্রমণ বাড়তেই একের পর এক রাজ্য মাস্ক মুখে তুলছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, কর্ণাটক, ছত্তিশগড়ের পর এবার করোনা রুখতে মাস্ক মাস্ট হল কেরলে।

Coeonavirus Situation (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ২৭ এপ্রিল: দেশে করোনা সংক্রমণ বাড়তেই একের পর এক রাজ্য মাস্ক মুখে তুলছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, কর্ণাটক, ছত্তিশগড়ের পর এবার করোনা রুখতে মাস্ক মাস্ট হল কেরলে। মাস্ক না পরলে জরিমানার নিয়মও ফিরল ভগবানের আপন দেশে। করোনার সংক্রমণ কমতেই কেরলে মাস্ক পরার বিধি অনেকটাই শিথিল করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে করোনা সংক্রমণ শুরুর সময় থেকেই মাস্ক পরা বাধ্যতামূলক আছে। সংক্রমণ কমলেও নবান্ন কখনই মাস্কের নিয়মে শিথিলতা আনেনি।

করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি কাবু ছিল কেরল। ক মাস আগে তো দেশের মোট করোনা আক্রান্তের প্রায় অর্ধেক কেসই আসছিল কেরল থেকে। পিনারাই বিজয়ন প্রশাসন তাই এবার বিশেষ সতর্ক। আরও পড়ুন: করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, রয়েছেন নিভৃতবাসে

এদিকে দেশে ৩ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ (Coronavirus Cases In India)। গতকাল মঙ্গলবার সারাদিনই দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ৯২৭ জন। একই দিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২৫২ জন। এই মুহূর্তর অ্যাক্টিভ কেস ১৬ হাজার ২৭৯।

দেখুন টুইট

দেশের কোভিড পরিস্থিতি (Covid-19 Situation) পর্যালোচনা করতে আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CMs) সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি শুরু হয়।