CM N Biren Singh On Manipur Clash: মণিপুরে শান্তি বজায় রাখার সবরকম চেষ্টা চলছে, ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর বক্তব্য
তাঁর সরকার মণিপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সবরকম চেষ্টা করছে বলে রবিবার দাবি করলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কয়েকদিন আগে জাতিভিত্তিক গণ্ডগোলের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মণিপুরে।
ইম্ফল: তাঁর সরকার মণিপুরে (Manipur) শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সবরকম চেষ্টা করছে বলে রবিবার দাবি করলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং (CM N Biren Singh)। কয়েকদিন আগে জাতিভিত্তিক গণ্ডগোলের (Manipur Clash) জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল মণিপুরে। প্রচুর মানুষের মৃত্যু হওয়ার পাশাপাশি সম্পত্তির ক্ষতিও হয়। সেই দিনগুলোর পরিবর্তন হয়েছে বলে আজ দাবি করেন মণিপুরের মুখ্যমন্ত্রী।
রবিবার মণিপুরের রাজধানী ইম্ফলে (Imphal) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরেন সিং বলেন, "অতীত (Past) সবসময় অতীতই (past) হয়। এখন আমাদের লক্ষ্য হল, মণিপুর রাজ্যে স্বাভাবিক অবস্থা ফেরানো (restore normalcy)। সম্প্রদায়গুলির (communities) মধ্যে আর কোনও লড়াই (fight) নেই। আর যদি কোথায় কারও মধ্যে লড়াই থেকে থাকে তাহলে সরকার সেগুলি খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করছে। তবে সরকার যখনই কোনও কিছু করার চেষ্টা করছে তখনই বাধাও আসছে (resistance) আবার মানুষ আমাদের কথা গ্রহণও করছে।" আরও পড়ুন: CM N Biren Singh On Manipur Clash: মণিপুরে শান্তি বজায় রাখার সবরকম চেষ্টা চলছে, ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর বক্তব্য