Citizenship Amendment Act Protest: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভের আঁচ উত্তরপ্রদেশের আলিগড়ে, মধ্যরাত থেকে বন্ধ ইন্টারনেট

নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act) বিরোধিতায় বিক্ষোভ হতে পারে এই আঁচ করে শুক্রবার মধ্যরাত থেকে বিকেল ৫ টা পর্যন্ত উত্তরপ্রদেশের ( Uttar Pradesh) আলিগড় (Aligarh) জেলায় ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র ভূষণ সিং বলেছেন, সংসদে নাগরিকত্ব বিল পাসের প্রতিবাদে বিএসপি নেতা এবং মেয়র ফুরকান আলি বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলেন। যদিও প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি।

(Photo Credits: Unsplash)

আলিগড়, ১৩ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act) বিরোধিতায় বিক্ষোভ হতে পারে এই আঁচ করে শুক্রবার মধ্যরাত থেকে বিকেল ৫ টা পর্যন্ত উত্তরপ্রদেশের ( Uttar Pradesh) আলিগড় (Aligarh) জেলায় ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র ভূষণ সিং বলেছেন, সংসদে নাগরিকত্ব বিল পাসের প্রতিবাদে বিএসপি নেতা এবং মেয়র ফুরকান আলি বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলেন। যদিও প্রশাসন তাঁকে অনুমতি দেয়নি।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ( Aligarh Muslim University) অধ্যাপক সমিতি এবং পড়ুয়ারা বিক্ষোভ মিছিল বের করার এবং জেলা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়ার ডাক দেয়। তার পরিপ্রেক্ষিতে কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পড়ুয়ারা ঘোষণা করেছিল যে তারা লাইব্রেরি থেকে ক্যাম্পাসের ঠিক বাইরে বিশ্ববিদ্যালয়ের বৃত্তে একটি পদযাত্রা করবে। সেখানেই তারা স্মারকলিপি জমা দেবে প্রশাসনকে। আরও পড়ুন: Mamata Banerjee: নো এনআরসি নো ক্যাব, বাংলার সরকার নাগরিকত্ব আইন কার্যকর করবে না, গণ আন্দোলনে পথে নামার ডাক মমতা ব্যানার্জির

উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি পরমিন্দর সিং (Parminder Singh) সংবাদমাধ্যমকে বলেছেন, কাউকে ক্যাম্পাসের বাইরে যেতে দেওয়া হবে না। ভোর থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকার সমস্ত পয়েন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জরুরি বৈঠক হয়। সেখানে নাগরিকত্ব (সংশোধন) বিল পাস হওয়ার বিষয়টি স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার দিন হিসাবে বর্ণনা করা হয়।