General MM Naravane On China: ধারাবাহিকভাবে ভারতের জমি দখল করে আসছে চিন, চাঞ্চল্যকর মন্তব্য প্রাক্তন সেনাপ্রধানের
দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভারতের জমি (land) দখল করে আসছে চিন। বুধবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এই মন্তব্যই করলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে।
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভারতের (India) জমি (land) দখল করে আসছে চিন (China)। বুধবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় এই মন্তব্যই করলেন ভারতের (India) প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে (Ex-Army Chief General MM Naravane)।
বুধবার এনআইয়ের (ANI) স্মিতা প্রকাশকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় দেশের প্রাক্তন সেনাপ্রধান বলেন, "অনেক বছর ধরেই অরুণাচল প্রদেশে থাকা ভারতের সীমান্ত (LAC) ছোট (alter) করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। খুব ছোট ছোট পদক্ষেপে (very small incremental steps) নির্দিষ্ট সময় ধরে এই কাজ করে আসছে তারা। এর ফলে তাদের লাভ (gain) হয়েছে প্রচুর। এটা ওদের একটা ছক (tactic)। আর সেই অনুযায়ীই ক্রমাগত কাজ করছে ওরা।" আরও পড়ুন: How to link voter ID with Aadhaar card:কীভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন? জেনে নিন সেই পদ্ধতি