CJI N V Ramana Launches 'FASTER' Software To Transmit Court Orders: দ্রুততার সঙ্গে সুপ্রিম রায় কার্যকর হোক, FASTER চালু করলেন প্রধান বিচারপতি
ভারতের প্রধান বিচারপতি এনভি রমনা বৃহস্পতিবার 'ফাস্ট অ্যান্ড সিকিওরড ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস' (ফাস্টার)(FASTER)) চালু করেছেন। এমন একটি সফটওয়্যার যাতে দ্রুত এবং নিরাপদ ইলেকট্রনিক মোডের মাধ্যমে আদালতের আদেশ প্রেরণ করা যায়।
নতুন দিল্লি, ৩১ মার্চ: ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা বৃহস্পতিবার 'ফাস্ট অ্যান্ড সিকিওরড ট্রান্সমিশন অফ ইলেকট্রনিক রেকর্ডস' (ফাস্টার)(FASTER)) চালু করেছেন। এমন একটি সফটওয়্যার যাতে দ্রুত এবং নিরাপদ ইলেকট্রনিক মোডের মাধ্যমে আদালতের আদেশ প্রেরণ করা যায়। গত জুলাইতে প্রথম ফাস্টারের বিষয়টি প্রকাশ্যে আসে। এদিন ফাস্টার চালুর সময়ে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট জেলবন্দিদের মুক্তির নির্দেশ দেওয়ার তিনদিন পরে সেই সংক্রান্ত নথিপত্র জেলকর্তৃপক্ষের হাতে পৌঁছায়। এর জেরে গোটা প্রক্রিয়াটাই বিলম্বিত হয়।
মূলত এসব ক্ষেত্রে এবার থেকে অগ্রণী ভূমিকা নেবে ফাস্টার। বন্দির মুক্তির নির্দেশের শংসাপত্র জেল কর্তৃপক্ষের হাতে পৌঁছাতে দেশি হওয়ার কারণে বন্দির মুক্তি পিছিয়ে যায়। এবার থেকে আর তা ঘটবে না। ফাস্টারের কাজই হবে বন্দি মুক্তি সংক্রান্ত কোনও তথ্য সুপ্রিম কোর্ট বা দেশের অন্য কোনও আদালতে পাস হলে দ্রুততার সঙ্গে নিরাপদ উপায়ে তা সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া।
বন্দি মুক্তির শংসাপত্র, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতির ডিজিটাল স্বাক্ষর থাকবে। সেই তথ্য ফাস্টার সরবরাহ করবে।বিষয়টির নিরাপত্তা জোরদার রাখার জন্য তথ্য শুধুমাত্র শীর্ষকর্কাদের ব্যবহৃত ইমেলেই পাঠানো হবে। এই ফাস্টারের কাজ দেখভালের জন্য হাইকোর্ট স্তরের ৭৩ জন নোডাল অফিসারক বেছে নেওয়া হয়েছে।সবমিলিয়ে ফাস্টারে নথিভুক্ত হয়েছে মোট ১,৮৮৭ টি ইমেল আইডি। আদালতের নোডাল অফিসার ও অন্যান্য শীর্ষকর্কাদের ইমেল আইডি এর মধ্যে আছে।