Chandrayaan 3 Launch Live Streaming: ইতিহাস গড়ে চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩, কখন-কোথায়-কী ভাবে দেখবেন?

চন্দ্রযান-৩ মিশন সফল হলে ভারত চতুর্থ দেশ হবে। এর আগে চাঁদের সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল আমেরিকা, রাশিয়া, চিন ও ইজরায়েল। ইজরায়েল ছাড়া রাশিয়া, আমেরিকা, চিন সফল হয়েছে। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে সফট ল্যান্ডিং করলে চতুর্থ দেশ হিসেবে তালিকায় নাম তুলে নেবে ভারত।

Chandrayaan-3 Live Streaming Photo Credit: Youtube@ISROOfficial

আজ  দুপুর ২টো ৩৫ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে এলভিএম-৩ (LVM3) রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩-কে।সবকিছু ঠিক থাকলে অগাস্টের তৃতীয় সপ্তাহ ২৩ বা ২৪ অগাস্টে চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান-৩-এর।

চন্দ্রযান-৩ মিশন সফল হলে ভারত চতুর্থ দেশ হবে। এর আগে চাঁদের সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল আমেরিকা, রাশিয়া, চিন ও ইজরায়েল। ইজরায়েল ছাড়া রাশিয়া, আমেরিকা, চিন সফল হয়েছে। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে সফট ল্যান্ডিং করলে চতুর্থ দেশ হিসেবে তালিকায় নাম তুলে নেবে ভারত।

ভারতের এই বিশেষ কৃতিত্বের সাক্ষী থাকতে সরাসরি দেখুন চন্দ্রযান-৩ এর উৎক্ষেপন। যার লাইভ স্ট্রিমিং দেখা যাবে ইসরো অফিসিয়াল ইউটিউব পেজে।এছাড়াও দূরদর্শনে দেখা যাবে উৎক্ষেপণের লাইভ ভিডিয়ো।  চন্দ্রযান-৩ এর উৎক্ষেপন দেখতে ক্লিক করুন নিচের লিঙ্কে-