ইতিহাসে প্রথম! ড্রাফট ডাটা বিলে সমস্ত জেন্টারকে শী, হার উচ্চারণ করবে কেন্দ্র
ইতিহাসে প্রথমবার! শী এবং হার ব্যবহার হতে চলেছে ড্রাফট জিডিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল, ২০২২। শুক্রবার এই বিষয়টি শেয়ার করে জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।
নয়াদিল্লি: ইতিহাসে প্রথমবার! শী (she) এবং হার (her) ব্যবহার হতে চলেছে ড্রাফট জিডিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল, ২০২২ (draft Digital Personal Data Protection Bill, 2022)। শুক্রবার এই বিষয়টি শেয়ার করে জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এই ধরনের প্রোনাউনসের ব্যবহার হবে যেকোন লিঙ্গের থেকে, যা ভারতের সংসদীয় ইতিহাসে প্রথম ব্যবহার (India’s legislative history) হতে চলেছে।
গত অগাস্ট মাসে সরকারের দ্বারা উইথড্র করা দ্য পার্সোনাল বিলের জায়গায় আসতে চলেছে ডাটা প্রোটেকশন বিল (Data Protection Bill)। হার এবং শী উচ্চারণগুলি যেকোনও লিঙ্গের যেকোন ব্যক্তিগণ মানুষের জন্য ড্রাফটবিলে ব্যবহার হবে বলে জানা গেছে। শুক্রবার অশ্বীনী বৈষ্ণব ড্রাফট বিলটি চুইটারে শেয়ার করে এই বিষয়ে মতামত দেওয়ার অনুরোধ করেন। যদি এই বিলটি আইনে পরিণত হয় তাহলে ভারতের (India) মধ্যে এর ব্যবহার ডিজিটাল পার্সোনাল ডাটা প্রসেসিংয়ের (digital personal data) ক্ষেত্রে হবে।