Mehul Choksi: মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ তুলল ইন্টারপোল, কী বলল সিবিআই
ইন্টারপোলের রেড কর্নার নোটিশের তালিকা থেকে বাদ পড়েছেন দেশ থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি
নতুন দিল্লি, ২১ মার্চ: ইন্টারপোলের রেড কর্নার নোটিশের তালিকা থেকে বাদ পড়েছেন দেশ থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। ১৩ হাজার কোটি টাকার পিএনবি দুনীর্তিতে অভিযুক্ত মেহুল চোকসির ওপর থেকে রেড কর্নার নোটিশ প্রত্যাহার করে নেয় ইন্টারপোল। যা নিয়ে মুখ খুলল ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই।
এই ইস্যুতে সিবিআই জানাল, " ২০১৮ সালে ইন্টারাপোলের রেড নোটিশ তুলতে সিসিএফ (CCF)-র দ্বারস্থ হয়েছিলেন মেহুল চোকসি। সিসিএফ হল ইন্টারপোলের একটা পৃথক সংস্থা। CCF ইন্টারপোলের সচিবালয়ের অধীনে কাজ করে না।"আরও পড়ুন-
আধার-প্যান যোগে আরও ৬ মাস সময় চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের
দেখুন টুইট
এরপর সিবিআই জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত আইনজীবীরা সিসিএফ-এর সিদ্ধান্ত নেন। সিসিএফ চোকসির আবেদন খতিয়ে দেখে এবং সিবিআইয়ের সঙ্গে পরামর্শ করে। সিসিএফ মেহুল চোকসির প্রতিধিত্ব খারিজ করেছিল এবং ২০১৮ সালের ডিসেম্বরে ইন্টারপোল রে়ড নোটিশ জারি করেছিল।