Cabinet probables in Modi 3.0: এনডিএ মন্ত্রিসভায় কারা থাকছেন, কারা বাদ পড়তে পারেন
এবার পালা নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের। এবার অনেকটা কম জনাদেশ পেয়ে এনডিএ দলরগুলির সাহায্যে দেশের সিংহাসনে বসছেন মোদী।
এবার পালা নরেন্দ্র মোদীর তৃতীয় দফার সরকারের। এবার অনেকটা কম জনাদেশ পেয়ে এনডিএ দলরগুলির সাহায্যে দেশের সিংহাসনে বসছেন মোদী। মোদীর সিংহাসন বাঁচছে মূলত দুটি দলের কারণে- অন্ধ্রপ্রদেশের টিডিপি আর বিহারের জেডি (ইউ)-য়ের কারণে। আজ, রবিবার সন্ধ্যায় মোদী মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
জল্পনায় ভেসে আসছে বেশ কয়েকটি নাম। দেখুন সেগুলি--
তৃতীয় মোদী মন্ত্রিসভার সদস্যরা--
নতুন আসছেন
চিরাগ পাসোয়ান (এলজিপি, বিহার)
জয়ন্ত চৌধুরী (আরএলডি, ইউপি)
রাও ইন্দ্রজিত সিং (বিজেপি, হরিয়ানা)
লালন সিং (জেডিইউ, বিহার)
জিতন রাম মাঝি (হাম, বিহার)
জিতিন প্রসাদ (বিজেপি, ইউপি)
মনোহর লাল খট্টার (বিজেপি, হরিয়ানা)
শিবরাজ সিং চৌহান (বিজেপি, মধ্যপ্রদেশ)
এইচডি কুমারস্বামী (জেডিএস, কর্ণাটক)
রভনিত সিং বিট্টু (পঞ্জাব, বিজেপি) (ভোটে হেরেছেন)
ভি সোমান্না (বিজেপি, কর্ণাটক)
প্রহ্লাদ যোশি (বিজেপি, কর্ণাটক)
শোভা রনদলাজে (বিজেপি, কর্ণাটক)
নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের ভিডিয়ো শেয়ার অমিত মালব্য-র
বাদ পড়ছেন
অনুরাগ ঠাকুর (হিমাচল প্রদেশ)
স্মৃতি ইরানি (ইউপি)
নীতীশ প্রমাণিক (পশ্চিমবঙ্গ)
সুভাষ সরকার (পশ্চিমবঙ্গ)
পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন
অমিত শাহ (গুজরাট)
রাজনাথ সিং (ইউপি)
নীতীন গডকরি (মহারাষ্ট্র)
পীযুষ গোয়েল (মুম্বই)
নির্মলা সীতারমণ (তামিলনাড়ু, রাজ্যসভা)
এমএল জয়শঙ্কর (রাজ্যসভা)
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (মধ্যপ্রদেশ)
মনসুখ মান্ডভ্য (গুজরাট)
অশ্বিনী বৈষ্ণব (রাজ্যসভা)
সর্বানন্দ সোনওয়াল (অসম)
কিরণ রিজিজু (অরুণাচল প্রদেশ)
মন্ত্রী থাকছেন
গিরিরাজ সিং (বিহার)
রামদাস আঠওয়ালে (মহারাষ্ট্র) (ভোটে হেরেছেন)
বাংলা থেকে জল্পনার নাম
অভিজিত গঙ্গোপাধ্যায় (তমলুক)
শান্তনু ঠাকুর (বনগাঁ)