Mumbai Rains: প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াতে বিপর্যস্ত মুম্বই, 'বাড়িতে থাকুন!', বার্তা আদিত্য ঠাকরের

অনবরত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত মহারাষ্ট্রের মুম্বই, থানে এবং পালঘর। বুধবার রাজ্যের পরিবেশ এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে। সকল বাসিন্দাদের ঘরে থাকার বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও সাবধনতার বার্তা দিয়েছেন আদিত্য (Aaditya Thackeray)।

Mumbai rains and Maharashtra Cabinet Minister Aaditya Thackeray. (Photo Credit: Twitter/PTI)

মুম্বই, ৫ অগাস্ট: অনবরত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত মহারাষ্ট্রের মুম্বই, থানে এবং পালঘর। বুধবার রাজ্যের পরিবেশ এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে। সকল বাসিন্দাদের ঘরে থাকার বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও সাবধনতার বার্তা দিয়েছেন আদিত্য (Aaditya Thackeray)।

নিজের টুইটার অ্যাকাউন্টে সকলকে বাড়িতে থাকার বার্তা দিয়ে আদিত্য ঠাকরে লিখেছেন, "আপনারা সকলে বাড়িতে থাকুন। ঝোড়ো হাওয়া এবং জোরাল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। সকলেই আমরা দেখতে পাচ্ছি কী পরিস্থিতি এই মুহূর্তে। সকলের কাছেই অনুরোধ আপনারা সকলে সাবধানে থাকুন। বিশেষত সাংবাদিকদের উদ্দেশে আমার বার্তা আপনারা সাবধানে খবর কভার করুন।" আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইছে ঝোড়ো হাওয়া। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সান্টাক্রুজ এবং কোলাবা।



@endif