Bypoll Results: উপনির্বাচনে কর্ণাটকে জোর টক্কর বিজেপি, কংগ্রেসের, হিমাচলের মান্ডিতে এগিয়ে হাত শিবির

কর্ণাটকের সিংডেতে এগিয়ে বিজেপি। তবে দক্ষিণের এই রাজ্যের হাঙ্গালে এগিয়ে কংগ্রেস। হিমাচল প্রদেশের মান্ডিতে এগিয়ে কংগ্রেস।

Bypoll Result (Photo Credit: File Photo)

দিল্লি, ২ নভেম্বর: মঙ্গলবার সকাল থেকে উপনির্বাচনের ফল নিয়ে সরগরম গোটা দেশ। পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশ, কর্ণাটকেও চলছে উপনির্বানের ভোট গণনা (Bypoll Results)। মধ্যপ্রদেশের খান্ডওয়া লোকসভায় এগিয়ে বিজেপি। খান্ডওয়ার পাশাপাশি মধ্যপ্রদেশের বাকি কেন্দ্রগুলিতেও ভোটের নিরিখে এগিয়ে বিজেপি। মধ্যপ্রদেশের পাশাপাশি অসমের (Assam) ৫টি কেন্দ্রেও এগিয়ে বিজেপি (BJP)।

কর্ণাটকের (Karnataka)সিংডেতে এগিয়ে বিজেপি। তবে দক্ষিণের এই রাজ্যের হাঙ্গালে এগিয়ে কংগ্রেস। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডিতে এগিয়ে কংগ্রেস। মিজোরামের একটি আসনে এগিয়ে মিজো ন্যাশনাল ফ্রন্ট।

আরও পড়ুন: West Bengal By-Poll Results: উপনির্বাচনে জোর ধাক্কা খাওয়ার মুখে বিজেপি, পদ্মের দখলে থাকা শান্তিপুর, দিনহাটাতেও এগিয়ে তৃণমূল

তবে দেশের বিভিন্ন জায়গায় বিজেপি এগিয়ে থাকলেও, পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)।পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে (West Bengal By-Poll Results) উপনির্বাচনে ভোটগণনা চলছে। ফলে পশ্চমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। দক্ষিণের পাশাপাশি উত্তরেও কার্যত ধরাশায়ী বিজেপি। উপনির্বাচনের ভোট গণনায় যত সময় এগোচ্ছে, তত জোড়াফুল শিবিরের সঙ্গে ব্যবধান বাড়ছে পদ্ম শিবিরের।