Budget Session of Parliament: ফেব্রুয়ারির প্রথম দিনে পেশ হবে বাজেট,প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের ডাক প্রহ্লাদ জোশির

দেশের আর্থিক বাজেটটি আগামি ৩১ জানুয়ারি সংসদে উপস্থাপন করা হবে, এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারিতে দেশের বাজেটটি পেশ করবেন।

সংসদ ভবন(Photo Credits: ANI)

৩১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন, তাঁর ঠিক আগে সংসদ বিশয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী আজ (৩০ জানুয়ারি) একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। প্রত্যেক সংসদীয় অধিবেশনের আগে প্রথাগত পদ্ধতি হিসাবে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।বাজেট অধিবেশনের প্রাক্কালে এই বৈঠকে আলোচিত হবে বহু গুরুত্বপূর্ণ বিষয়- আপাতত এমনটাই শোনা গেছে। সরকারের  তরফে বৈঠকের আহ্বায়ক প্রহ্লাদ জোশী অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত দলগুলির কাছে, প্রধানত কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির কাছে অনুরোধ করেছে, যাতে তারা বৈঠকে-এর শান্ত পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।

দেশের আর্থিক বাজেটটি আগামি ৩১ জানুয়ারি সংসদে উপস্থাপন করা হবে, এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১  ফেব্রুয়ারিতে দেশের বাজেটটি পেশ করবেন। অধিবেশনের প্রথম অংশটি চলবে ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, পরে অধিবেশনের দ্বিতীয় পর্বটি ১৩  মার্চ থেকে শুরু হবে, এবং৬ এপ্রিল-এ শেষ হবে।