Budget Ka Halwa: 'বাজেট কা হালুয়া...' লোকসভায় কেন্দ্রকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ রাহুলের, মাথায় হাত নির্মলার

সংসদে সেই হালুয়া অনুষ্ঠানের ছবি তুলে ধরে কেন্দ্র সরকারের সমালোচনায় মাঠে নামেন রাহুল। বিরোধী দলনেতার অভিযোগ, বাজেটের হালুয়া বিতরণ অনুষ্ঠানে ওবিসি, দলিত কিংবা আদিবাসী কোন অফিসার নেই।

Rahul Gandhi, Nirmala Sitharaman (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৯ জুলাইঃ সোমবার লোকসভা অধিবেশনে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (Budget 2024-25) ঘিরে আরও একবার মোদী ৩.০ সরকারকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বাজেট অধিবেশনের আগে প্রথা অনুযায়ী পালিত হয় হালুয়া অনুষ্ঠান। সংসদে সেই হালুয়া অনুষ্ঠানের ছবি তুলে ধরে কেন্দ্র সরকারের সমালোচনায় মাঠে নামেন রাহুল। বিরোধী দলনেতার অভিযোগ, বাজেটের হালুয়া (Budget Ka Halwa) বিতরণ অনুষ্ঠানে ওবিসি, দলিত কিংবা আদিবাসী কোন অফিসার নেই। রাহুলের কথায়, 'দেশের হালুয়া বিতরণ হচ্ছে অথচ দেশের ৭৩ শতাংশ প্রতিনিধি সেখানে নেই'। সাংসদের অভিযোগ শুনে হেসে ওঠেন অর্থমন্ত্র নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মুখ চাপা দিয়ে অর্থমন্ত্রীর সেই অভিব্যক্তি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন লোকসভায় বাজেটের আগে হওয়া হালুয়া অনুষ্ঠানের ছবি রাহুল প্রদর্শন করতেই চোটে যান স্পিকার ওম বিড়লা (Om Birla)। কড়া ভাষায় জানিয়ে দেন, সংসদের অন্দরে কোনরকম ছবি দেখানো যাবে না। স্পিকারের সঙ্গে এই নিয়ে খানিক বচসাও চলে। তবে ছবি দেখানোর অনুমতি না পেয়ে হালুয়া অনুষ্ঠানের ওই ছবির ব্যাখ্যা দেন রাহুল। বলেন, অর্থমন্ত্রীর অধীনে মোট কুড়ি জন অফিসার বাজেট প্রস্তুত করেছেন। দেশের হালুয়া বিতরণের দায়িত্ব নিয়েছিলেন ওই কুড়ি জন অফিসার। সেটা যদি একশো শতাংশ ধরা হয় তাহলে ৯০ শতাংশের মধ্যে মাত্র ২ জন অনগ্রসর শ্রেণির অফিসার ছিলেন। একজন  সংখ্যালঘু এবং একজন ওবিসি। কিন্তু ছবিতে তাঁদের জায়গা হয়নি। পিছনে দাঁড় করিয়ে দেওয়া হয় তাঁদের। ছবিতে আসতে দেওয়া হয়নি।

দেখুন... 

বিরোধী দলনেতার বাজেট হালুয়া মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর অঙ্গভঙ্গি, অভিব্যক্তি নতুন করে বিতর্ক তৈরি করেছে।