Afzal Ansari: খুনের মামলায় দোষী সাব্যস্ত বিএসপি সাংসদ আফজল আনসারির সাংসদ পদ খারিজ

রাহুল গান্ধীর পর এবার সাংসদ পদ হারালেন গাজিপুরে বিএসপি এমপি (BSP MP) আফজল আনসারি (Afzal Ansari)।

Afzal Ansari. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১ মে: রাহুল গান্ধীর পর এবার সাংসদ পদ হারালেন গাজিপুরে বিএসপি এমপি (BSP MP) আফজল আনসারি (Afzal Ansari)। গাজিপুরের সাংসদ-বিধায়ক আদালতে খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চার বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল মায়াবতীর দলের আফজল আনসারিকে। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সাংসদ পদ হারাতে হচ্ছে আফজল আনসারিকে।

ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে সাংসদ, বিধায়ক পদ খারিজ হয়। মোদী পদবি মন্তব্য কাণ্ডে মানহানিতে ফৌজদারি মামলা দোষী সাব্যস্ত হওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছিল। আরও পড়ুন-প্রবীণ নাগরিকদের ছাড় তুলে দিয়ে রেলের বার্ষিক আয় ২ হাজার ২৪২ কোটি টাকার

দেখুন টুইট

প্রসঙ্গত, গাজিপুর লোকসভা কেন্দ্রে ২০১৯ নির্বাচনে বিএসপির হয়ে দাঁড়িয়ে আফজল আনসারি ১ লক্ষ ২০ হাজার ভোটের ব্যবধানে হারান বিজেপির মনোজ সিনহাকে।