BSF On Cyclone Biparjoy: কচ্ছের বাসিন্দাদের নিয়ে এসে নিজেদের ব্যারাকে রাখছে সীমান্তরক্ষী বাহিনী, মানবিকতার ভিডিয়ো

ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয় তার সবরকম ব্যবস্থা করছে প্রশাসন। আরব সাগরের তীরবর্তী সমস্ত অঞ্চলগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে দেখা যাচ্ছে। বুধবার সেই রকম একই দৃশ্য দেখা গেল গুজরাটের কচ্ছে।

Photo Credits: ANI

কচ্ছ: ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) ফলে সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয় তার সবরকম ব্যবস্থা করছে প্রশাসন। আরব সাগরের তীরবর্তী সমস্ত অঞ্চলগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে দেখা যাচ্ছে। বুধবার সেই রকম একই দৃশ্য দেখা গেল গুজরাটের (Gujarat) কচ্ছে (Kutch)।

সমুদ্র উপকূলবর্তী এলাকায় (coastal areas) বসবাসকারী মানুষদের পরিবার-সহ ট্র্যাক্টর করে নিয়ে এসে নিজেদের সীমান্ত আউটপোস্টের (Border Outpost) ব্যারাকে আশ্রয় দিচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা (BSF)। ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে তাঁদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে দেখে প্রশংসা করেছেন নেটিজেনরাও। আরও পড়ুন: Punjab: পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথ তল্লাশিতে নেমে ড্রোন উদ্ধার বিএসএফের

দেখুন ভিডিয়ো: