Nawab Malik: আপাতত ছাড় নেই, নবাব মালিকের অন্তবর্তী জামিনের আবেদন খারিজ বম্বে হাইকোর্টে
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের (Nawab Malik) অন্তর্বতী জামিনের আবেদন খারিজ করল বম্বে হাইকোর্ট। দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির সঙ্গে যোগসাযজ করে অর্থ তছরুপের অভিযোগ ওঠে মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে। ইডির (ED) তরফে শুরু হয় তদন্ত। এরপরই মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে গ্রেফতার করা হয়।