M-17 Helicopter Black Box Recovered: বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়া এম-১৭ হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার
তামিলনাড়ুর কুন্নুরে (Coonoor) ভেঙে পড়া এম-১৭ হেলিকপ্টারটির (M-17 Helicopter) ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই এটি খুঁজে পাওয়া যায়। উইং কমান্ডার আর ভরদ্বাজের নেতৃত্বে বায়ুসেনা অফিসারদের ২৫ জনের বিশেষ দল ব্ল্যাক বক্সটি (Black Box) উদ্ধার করেছে। সকাল থেকেই দলটি তল্লাশি চালাচ্ছে ধ্বংসস্তূপে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়াতে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের চূড়ান্ত ফ্লাইট পরিস্থিতি এবং অন্যান্য দিক সম্পর্কে তথ্য জানা যাবে। ফ্লাইট ডেটা রেকর্ডার ফ্লাইট ডেটা এবং ককপিটের কথোপকথন রেকর্ড করে। হেলিকপ্টারের ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
চেন্নাই, ৯ ডিসেম্বর: তামিলনাড়ুর কুন্নুরে (Coonoor) ভেঙে পড়া এম-১৭ হেলিকপ্টারটির (M-17 Helicopter) ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই এটি খুঁজে পাওয়া যায়। উইং কমান্ডার আর ভরদ্বাজের নেতৃত্বে বায়ুসেনা অফিসারদের ২৫ জনের বিশেষ দল ব্ল্যাক বক্সটি (Black Box) উদ্ধার করেছে। সকাল থেকেই দলটি তল্লাশি চালাচ্ছে ধ্বংসস্তূপে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়াতে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের চূড়ান্ত ফ্লাইট পরিস্থিতি এবং অন্যান্য দিক সম্পর্কে তথ্য জানা যাবে। ফ্লাইট ডেটা রেকর্ডার ফ্লাইট ডেটা এবং ককপিটের কথোপকথন রেকর্ড করে। হেলিকপ্টারের ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
এদিকে, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত গ্রুপ ক্যাপেটন বরুণ সিংয়ের চিকিৎসায় ছয় সদস্যের বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। বরুণ বর্তমানে ওয়েলিংটন আর্মি হাসপাতালে ভর্তি রয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন যে রাজ্য সরকার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিকিৎসায় যাবতীয় সহায়তা করবে। সূত্র জানিয়েছে যে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের শরীর ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। আরও পড়ুন: IAF Mi-17V5 Helicopter Crash: কুন্নুরের হেলিকপ্টার দুর্ঘটনাস্থল পরিদর্শনে বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী
বুধবার সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১৪ জনকে নিয়ে বায়ুসেনার এম-১৭ হেলিকপ্টারটি সুলুর বিমান ঘাঁটি থেকে উড়েছিল। কুন্নুরে অবতরণ করার কয়েক মিনিট আগে সেটি ভেঙে পড়ে।