Tripura By Electins Results: কেন্দ্রীয় মন্ত্রীর ছেড়ে আসা বিধানসভা উপনির্বাচনে ৭০ শতাংশ ভোট পেয়ে 'অস্বাভাবিক' জয় বিজেপির, বক্সানগর হাতছাড়া সিপিএমের

সিপিএমের থেকে একটি আসন ছিনিয়ে নিয়ে সিংহাসন আরও মজবুত হল বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহার।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ত্রিপুরার সেপাহিজালা জেলার ধানপুর, বক্সানগর বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেল শাসক দল বিজেপি। সিপিএমের থেকে একটি আসন ছিনিয়ে নিয়ে সিংহাসন আরও মজবুত হল বিজেপির মুখ্যমন্ত্রী মানিক সাহার। কেন্দ্রীয় মন্ত্রীর ফেলে আসা আসনেও বড় জয় পেল পদ্ম শিবির। তবে বিজেপির জয়ের ব্যবধানগুলো বেশ অস্বাভাবিক মনে হচ্ছে।

ক মাস আগে হওয়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ধানপুর থেকে বিজেপি প্রার্থী হয়ে সাড়ে তিন হাজার ভোটে জিতেছিলেন প্রতিমা ভৌমিক। ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিমা ভৌমিককে মোদী ক্যাবিনেটে ফেরানো হয়। ফলে তাঁকে ধানপুর বিধানসভা থেকে পদত্যাগ করতে হয়। সেই ধানপুরে মাত্র কয়েক মাসের ব্যবধানে হওয়া উপনির্বাচনে বিজেপির ভোট বাড়ল ২৮ শতাংশেরও বেশী। প্রতিমা ভৌমিকের জায়গায় বিজেপি প্রার্থী হওয়া বিন্দু দেবনাথ মোট ভোটের ৭০.৩৫ শতাংশ ভোট পেয়ে জিতলেন প্রায় ১৯ হাজার ভোটে। বিজেপি প্রার্থী এখানে পেলেন ৩০ হাজার ১৭ ভোট। আর কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী কৌশক চন্দ পেলেন ১১ হাজার ১৪৬টি ভোট। সিপিএমের অভিযোগ, ভোট লুঠ ও গণনায় ব্যাপক কারচুপি করেছে বিজেপি। আরও পড়ুন-সরাসরি ধূপগুড়ির ফল

অন্যদিকে, বক্সানগরে মাস কয়েক আগে জিতেছিলেন সিপিএমের সামসুল হক। তাঁর মৃত্য়ুতে খালি হওয়া বক্সানগর এবার সিপিএমের থেকে ছিনিয়ে নিল বিজেপি। মুসলিম অধ্য়ুষিত এই আসনে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন জিতলেন ৩০ হাজার ২৩৭টি ভোট। এখানে সিপিএম প্রার্থী মাইজান হোসেন পেলেন মাত্র ৩ হাজার ৯০৯টি ভোট। অথচ মাস কয়েক আগে সিপিএম প্রার্থী এখানে ১৯৪০৪টি ভোট পেয়ে প্রায় ৫ হাজার ভোটে জিতেছিলেন। ক মাস যে কেন্দ্রে সিপিএম ৫০ শতাংশ ভোট পেয়ে জিতেছিল, সেখানে এবার বিজেপি পেল ৬৬ শতাংশ ভোট। সংখ্যালঘু অঞ্চলে বিজেপির এই বড় জয়ে অনেকেই অবাক। সিপিএমের অভিযোগ ভোটে ব্যাপক অনিয়ম করেছে বিজেপি।



@endif