BJP Leader Devendra Fadnavis | (Photo Credits: IANS|File)

মুম্বই, ২৩ জুন: মহারাষ্ট্রের (Maharashtra) করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে উদ্ধব ঠাকরে সরকারের (Uddhav Thackeray) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। অভিযোগ, রাজ্যজুড়ে পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষা হচ্ছে না। যথেচ্ছ পরিমাণে করোনা পরীক্ষাই এই মারণভাইরাসের সংক্রমণ রুখতে পারে। মহারাষ্ট্রের বিরোধী বিজেপি দলনেতা ফড়ণবীশের দাবি, মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন ৩৮ হাজার করোনা পরীক্ষা (Covid-19) করা সম্ভব। কিন্তু মাত্র ১৪ হাজার পরীক্ষা হচ্ছে রাজ্যজুড়ে প্রতিদিন।

এই প্রসঙ্গে ফড়ণবীশ বলেন, "প্রতিদিন এই রাজ্যে ৩৮ হাজার জনের করোনা পরীক্ষা করা সম্ভব। কিন্তু সেখানে করোনা পরীক্ষা হচ্ছে প্রতিদিন কমবেশী ১৪ হাজার জনের। কন্টাইনমেন্ট জোনের বাইরেও যখন করোনা আক্রান্তের খোঁজ মিলছে, তখন করোনা-পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো উচিত। নয়তো পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। মুম্বইয়ে প্রতিদিন মাত্র ৪ থেকে ৫ হাজার জনের করোনা পরীক্ষা হচ্ছে। যাঁদের মধ্যে ১,৫০০ জন করোনা আক্রান্ত। কিন্তু রাজ্যের তরফে আক্রান্তের সংখ্যা কম করে দেখানো হচ্ছে।"

মহারাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সর্বাধিক। রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ১,৩৫,৭৯৬। সোমবার রাত পর্যন্ত এরাজ্যে মৃত্যু হয়েছে ৬,২৩২ জনের। করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ কমে ৫০.০৪ থেকে ৪৯.৮৬ শতাংশে কমে দাঁড়িয়েছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Side effects of Covaxin: কোভ্যাক্সিনেও রক্ষা নেই, দেখা দিচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া, কীভাবে বুঝবেন ?

Devendra Fadnavis: ড্রাগ মাফিয়াদের নিয়ে উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ! প্রাক্তন সাংহবাদিককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ

MERS Coronavirus: সৌদি আরবে ছড়াচ্ছে মার্স করোনা ভাইরাস! আক্রান্ত ৪, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

AstraZeneca COVID-19 Vaccine: বিশ্বব্যাপী বিক্রি বন্ধ অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন, পার্শ্ব প্রতিক্রিয়ার সমালোচনার মধ্যে নতুন ঘোষণা কোম্পানির...

Shreyas Talpade: কোডিভ ভ্যাকসিনের পার্শ্ব-প্রতিক্রিয়া থেকে হৃদরোগ! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে চাঞ্চল্যকর মন্তব্য শ্রেয়স তলপড়ের

Loksabha Election 2024: 'সম্মানহানির ভয়ে কোভিড টিকার শংসাপত্র থেকে মোদীর ছবি সরানো হয়েছে', কটাক্ষ লালু-কন্যার

PM Modi’s Photo Removed: কোভিড ভ্যাকসিন শংসাপত্র থেকে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে নেওয়া হল

Lok Sabha Elections 204: শিন্ডেকে ঠান্ডা করতে কল্যাণে একনাথ পুত্রকেই প্রার্থী হিসেবে ঘোষণা বিজেপির, মোদীর পরিবারবাদের প্রচারে বড় ধাক্কা