BJP Foundation Day: কাল দিল্লিতে বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে সভাপতি নাড্ডার সঙ্গে দেখা করবেন ১৩টি দেশের রাষ্ট্রদূত
১৯৮৪ লোকসভায় যে দলটা মাত্র দুটি আসনে জিতেছিল, সেই বিজেপিই এখন গোটা দেশের অধিকাংশ জায়গায় ক্ষমতায়। কর্ণাটক থেকে উত্তরাখণ্ড, মনীপুর থেকে গোয়া।
নতুন দিল্লি, ৫ এপ্রিল: ১৯৮৪ লোকসভায় যে দলটা মাত্র দুটি আসনে জিতেছিল, সেই বিজেপিই এখন গোটা দেশের অধিকাংশ জায়গায় ক্ষমতায়। কর্ণাটক থেকে উত্তরাখণ্ড, মনীপুর থেকে গোয়া। দেশের ক্ষমতায় থাকার পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বেশিরভাগই রাজ্যেই ক্ষমতায় নরেন্দ্র মোদীর দল। দেশের শাসক দল বিজেপি এখন ধারেভারে দুনিয়ার বৃহত্তম দল।
সেই বিজেপি-র প্রতিষ্ঠা দিবস, আগামিকাল বুধবার। এই উপলক্ষ্যে কাল দিল্লিতে বিজেপি-র সদর দফতরে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিদেশের ১৩জন বিশেষ দূত। আরও পড়ুন: নবরাত্রিতে গোটা দেশ জুড়ে বন্ধ হোক মাংসের দোকান, দাবি বিজেপি সাংসদের
দেখুন টুইট
ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত এম্যানুয়েল লেনিয়াইন থেকে ইতালি, সিঙ্গাপুরের রাষ্ট্রদূতরা বিজেপি-র সদর দফতরে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে দেখা করবেন। ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ ইমরানের, ভিয়েতনামের পাম সান চাউও উপস্থিত থাকছেন।