The Kerala Story: বেঙ্গালুরুতে আজ 'দ্য কেরালা স্টোরি'র স্পেশাল স্ক্রিনিংয়ে থাকছেন নাড্ডা
গত কয়েক দিনের ঝক্কির প্রচার শেষে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনে হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
বেঙ্গালুরু, ৭ মে: কর্ণাটকে আজ, রবিবার সন্ধ্যায় শেষ হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান। আর গত কয়েক দিনের ঝক্কির প্রচার শেষে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) সিনেমাটির স্পেশাল স্ক্রিনিং বা বিশেষ প্রদর্শনে হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। নাড্ডার পাশাপাশি কর্ণাটক বিজেপির শীর্ষ নেতা-কর্মীরাও থাকবেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই সিনেমাটির স্পেশাল স্ক্রিনিংয়ে।
কর্ণাটকের ভোটের বাজারে বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি আলাদা রাজনৈতিক রঙ এনেছে। কর্ণাটকে প্রচার শেষ হলেও, রাজনৈতিক রঙ লাগা সিনেমা থেকে ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির। কেরলের হাজার হাজার মহিলার ইসলামে ধর্মান্তকরণ এবং তারপর জঙ্গি সংগঠন আইসিস (ISIS)-এ যোগদানের ওপর তৈরি হয়েছে সিনেমাটি। কেরলের রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সংঘ পরিবারের কথা প্রচার করে দক্ষিণের এই রাজ্যের বদনাম করতেই এই সিনেমা বানানো হয়েছে। এবং কর্ণাটক ভোটে বিজেপিকে সুবিধা করে দিতে এখন রিলিজ করা হয়েছে।
দেখুন টুইট
বিরোধীরা এই সিনেমাটির পিছনে ষড়যন্ত্র দেখলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য কেরালা স্টোরি-র প্রশংসা করেছেন। বিজেপি সরাসরি সিনেমাটির সমর্থন ও প্রচারে সাহায্য করেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আদা শর্মা অভিনীত এই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।