ভোটে জিততে কত কিছুই না করতে হয়। একবার ভোটে জিতে গেলে তো হাতে চাঁদ চলে আসে। আর চাঁদকে হাতে আনতে হলে তো কম কাঠ-খড় পোড়াতে হয় না। প্রতিশ্রুতির বন্যা, পাইয়ে দেওয়ার কথা বলতে হয়। তবে এবার কর্ণাটকে ভোটের চাপের পরিস্থিতিতে একেবারে প্রেসার কুকারকে দিয়ে ভোটারদের মন জেতার চেষ্টা করলেন দুই বিধায়ক।

কর্ণাটক রাজনীতিতে নানা বিষয়ে এত টানাটানি, উত্তেজনা, সমানে সমানে টক্কর যে রাজ্য়ের রাজনীতিকে বলা হচ্ছে প্রেসার কুকার পরিস্থিতি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একেবারে প্রেসার কুকারই বিতরণ করলেন বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি ও কংগ্রেস বিধায়ক রামালিঙ্গা রেড্ডি। দুই দলের দুই বিধায়ক তাদের নির্বাচনী কেন্দ্রে নিজে হাতে বিনামূল্যে ভোটারদের প্রেসার কুকার হাতে তুলে দিলেন। প্রেসার কুকারের প্যাকেটে আলাদা স্টিকার চিটিয়ে প্রার্থীর ছবি সহ ভোট দেওয়ার আবেদনও করা হয়েছে। যেহেতু এখনও কর্ণাটকে আদর্শ নির্বাচন বিধি লাগু হয়নি তাই এটা বিধিভঙ্গ নয়। আরও পড়ুন-দেওঘরে অনুকুল ঠাকুরের আশ্রমে অমিত শাহ, দেখুন ছবিতে

দেখুন ছবিতে

প্রেসার কুকার লম্বা লাইনে দাঁড়ানো এক মহিলা ভোটার বললেন, "কাজে লাগবে বলে নিচ্ছি। নেওয়া মানেই যে ভোট দেওয়া তা তো নয়। তবে যিনি এই উপকার করবেন তার কথা মাথায় থাকবে। যদিও ভোট কাকে দেবো তা। সবদিক বিবেচনা করে ঠিক করবো।" চলতি বছরের মাঝামাঝি কর্ণাটকে হতে চলেছে বিধানসভা নির্বাচন। বিজেপি ক্ষমতায় থাকলেও সেখানে চাপে পদ্ম শিবির।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Brij Bhushan Sharan Singh: জনতা দুর্ব্যবহার সমর্থন করে না, তাঁরা এর যোগ্য জবাব দেবেই! মন্তব্য কুস্তিগীরদের যৌন নির্যাতন মামলার অন্যতম অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের

Sandeshkhali: তৃণমূল নেতার গ্রেফতারির দাবি সহ একাধিক ইস্যু নিয়ে প্রতিবাদে ফের রাস্তায় নামলেন সন্দেশখালির মহিলারা

Loksabha Election 2024: 'ভারত মায়ের মাথা উঁচু তো কেজরিওয়ালের মাথাও উঁচু থাকবে', বিজেপিকে আক্রমণ করে কী বললেন দিল্লির মুখ্যমন্ত্রী

Lok Sabha Election 2024: মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! নির্বাচন কমিশনের দারস্থ তৃণমূল কংগ্রেস

Swati Maliwal:স্বাতী মালিওয়ালের নিগ্রহকাণ্ডে আপ প্রধানের ‘নীরবতা’, প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী নির্মলা সীতারমন

Anjali Murder Case: ট্রেনে করে পালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও অভিযুক্ত! অঞ্জলি হত্যা মামলায় গ্রেফতার গিরিশ

Arvind Kejriwal Silent On Swati Maliwal? পি এ-র হাতে হেনস্থা? স্বাতী মালিওয়াল প্রসঙ্গে প্রশ্ন এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল

Giriraj Singh On Mamata Banerjee: 'বাংলাকে মুসলিম রাজ্যে পরিণত করার চেষ্টায় মমতা', মন্তব্য গিরিরাজের