Tripura Government: পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন দেবে বিজেপি সরকার

স্মার্টফোন কিনতে ছাত্রদের টাকা দেবে বিজেপি সরকার (BJP-led Tripura Government)। যারা স্নাতকস্তরে পড়াশুনা করছে, তাদেরই মিলবে এই সুবিধা। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ২০১৮ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিচ্ছন বলে দাবি করেন রতন লাল নাথ (Education and Law Minister Ratan Lal Nath)। রাজ্যের ৫ হাজার থেকে ১৪, ৬০৮ জন পড়ুয়াকে স্মার্টফোন কেনার জন্য আর্থিক সাহায্য করবে ত্রিপুরার সরকার।

(Photo Credits: Twitter/BiplabKumarDeb/)

আগরতলা, ৪ মার্চ: স্মার্টফোন কিনতে ছাত্রদের টাকা দেবে বিজেপি সরকার (BJP-led Tripura Government)। যারা স্নাতকস্তরে পড়াশুনা করছে, তাদেরই মিলবে এই সুবিধা। বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ২০১৮ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতিকে বাস্তব রূপ দিচ্ছন বলে দাবি করেন রতন লাল নাথ (Education and Law Minister Ratan Lal Nath)। রাজ্যের ৫ হাজার থেকে ১৪, ৬০৮ জন পড়ুয়াকে স্মার্টফোন কেনার জন্য আর্থিক সাহায্য করবে ত্রিপুরার সরকার।

শিক্ষামন্ত্রীর কথায়, "৩৮টি উচ্চমাধ্যমিক সরকারি স্কুলের ১৪, ৬০৮ জন পড়ুয়াকে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। যারা মেডিকেল, প্যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্টস, কমার্স, আইন, নার্সিং এবং সাহিত্য বিভাগে যারা স্নাতকস্তরে পড়াশুনা করছেন, তাদেরকেই মিলবে এই আর্থিক সাহায্য। ২০২০-২০২১ আর্থিক বর্ষের পড়ুয়ারাই পাবে এই সুবিধা।" তিনি আরও বলেন, স্মার্টফোনের মারফত বিশ্বের যেকোনও খবর থাকবে তাদের হাতের মুঠোয়। এছাড়া পড়ুয়ারা ভবিষ্যত নিশ্চিত করতেও সাহায্য করবে এই মোবাইল। আরও পড়ুন: Hindu Mahasabha: করোনাভাইরাস রুখতে 'গোমূত্র পার্টি', বিনামূল্যে মিলবে গোবরের কেক, গোমূত্র

খুব শীঘ্রই শুরু হতে চলেছে মুখ্য মন্ত্রী যুব যোগাযোগ যোজনা। এই যোজনার অধীনে ছাত্রদের মিলবে স্মার্টফোনের সুবিধা। ইতিমধ্যেই ৭.৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই স্কিমে।