BJP Candidates List: অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি

যে বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশের লুমলা বিধানসভা আসনও। বিধায়ক জাম্বে তাশির মৃত্যুতে অরুণাচল প্রদেশের লুমলা (এসটি) বিধানসভা আসনটি খালি হয়েছিল।

(Photo Credits: Twitter)

আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রে। ৭ ফেব্রুয়ারি এই কেন্দ্রে প্রার্থী পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যেই এই আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি (Bharatiya Janata Party)। এই কেন্দ্রে পদ্ম প্রতীকে দাঁড়াতে চলেছেন দিলীপ সাহা (Dilip Saha)।নির্বাচন কমিশন সূত্রে খবর, ৮ ফেব্রুয়ারি হবে জমা পড়া মনোনয়নের স্ক্রুটিনি। ১০ ফেব্রুয়ারি প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ২ মার্চ বেরোবে নির্বাচনের ফল।

অন্যদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, পাঁচটি রাজ্যের ছয়টি বিধানসভা আসনে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি লোকসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যে বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশের লুমলা বিধানসভা আসনও।  বিধায়ক জাম্বে তাশির মৃত্যুতে অরুণাচল প্রদেশের লুমলা (এসটি) বিধানসভা আসনটি খালি হয়েছিল। সেখানেই বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতি সেরিং লামু (Tsering Lhamu)কে।