BJD Supports BJP: বিজেপির হাত ধরল বিজেডি, ইন্ডিয়া জোটের বিরোধিতা করে মোদীর পাশে নবীন
ওয়াইএস আর কংগ্রেসের পর এবার বিজেডি। আরও একটা এনডিএ জোটের বাইরে থাকা দলের সমর্থন পেল বিজেপি
ওয়াইএস আর কংগ্রেসের পর এবার বিজেডি। আরও একটা এনডিএ জোটের বাইরে থাকা দলের সমর্থন পেল বিজেপি। ওডিশার রাজনীতিতে বিজেডি প্রধান তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে রাজ্যে খুব চাপে রাখছে বিজেপি। নবীনের সরকারকে সরাতে ওডিশায় সব শক্তি উজাড় করছে গেরুয়া শিবির। ওডিশায় বিজু জনতা দলের নবীন পট্টনায়েকের সরকারের প্রধান বিরোধী দলও বিজেপি। কিন্তু এরপরেও INDIA-জোটের বিরুদ্ধে বিজেপির পাশে এসে দাঁড়াল বিজেডি। দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে অর্ডিন্যান্সে আপ-এর বিরুদ্ধে গিয়ে মোদীর পাশেই থাকছেন নবীন।
সংসদে বিরোধী জোটের আস্থা ভোটেরও বিরোধিতা করবে বিজেডি। এমন ঘোষণা করলেন নবীনের দলের রাজ্যসভার সাংসদ সস্মিত পাত্র। ফলে দিল্লির প্রশাসনিক ক্ষমতায় অর্ডিন্যান্স সংসদের উভয় কক্ষে পাশ করানো নিয়ে অনেকটাই এগিয়ে গেল নরেন্দ্র মোদী সরকার। গোটা রাজ্যে বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় এনেও জগনমোহন, নবীনদের বিজেপি প্রীতিতে হতাশ হতে হল কেজরিওয়ালকে।
দেখুন টুইট
কয়েক মাস আগে বিজেডি-কে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওডিশার রাজ্য রাজনীতির বিরোধীরা বলেন, কেন্দ্র মোদী, রাজ্যে নবীন। এই গোপন সমঝোতাতেই চলে জগন্নাথের রাজ্যের রাজনীতি। বিজেপিকে লোকসভায় আসন পাইয়ে দেয় বিজেডি, আর তার পাল্টা বিধানসভায় নবীনের দলকে খালি জমি দেয় গেরুয়া শিবির। অভিযোগ এমনই। তবে গত কয়েক মাসে ওডিশায় নিজেদের পুরনো জমি শক্ত করছে কংগ্রেস।