Bitcoin Crypto: সোনার চেয়েও দামি বিট কয়েন এখন ৫০ হাজারের নিচে, ক্রিপ্টোকারেন্সিতে রাতারাতি হাওয়া ১০০ কোটি ডলার!

স্টক মার্কেটে বিপর্যয় ও ইরান-ইজরায়েল যুদ্ধের আবহের প্রভাবে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্রিপ্টো বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিতে আগ্রহ দেখাচ্ছেন, আর তারই প্রভাবে সামগ্রিক প্রভাবে এই বাজারে দেখা যাচ্ছে।

Bitcoin (pic credit- IANS)

Bitcoin: বিশ্বজুড়ে চলা শেয়ার বাজারে ধসের প্রভাব ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) ওপরে বড় আকারে পড়ল। স্টক মার্কেটে বিপর্যয় ও ইরান-ইজরায়েল যুদ্ধের আবহের প্রভাবে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্রিপ্টো বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিতে আগ্রহ দেখাচ্ছেন, আর তারই প্রভাবে সামগ্রিক প্রভাবে এই বাজারে দেখা যাচ্ছে। বিট কয়েন এক ধাক্কায় ৫০ হাজারের নিচে নেমে গিয়েছে। যেখানে ক দিন আগেই বিটকয়েনের দাম ৬৮ হাজারের কাছাকাছি ছিল।

ইথেরিয়াম, বিএনবি, সোলানা, ডজি, টিআরএক্স, শিবু সহ দুনিয়ার সব ক্রিপ্টো কারেন্সিই এক ধাক্কায় দরে তলানিতে এসে ঠেকেছে। রাতারাতি বিশ্বের সব ক্রিপ্টো মিলিয়ে ১০০ কোটি মার্কিন ডলার মুছে গিয়েছে। ক্রিপ্টোর বাজারের কারবারিতে মাথায় হাত। তবে এটা সাময়িক এবং বিট-কয়েন কেনার সেরা সময়, সেটাই বলছেন ক্রিপ্টো বিশেষজ্ঞরা।

দেখুন খবরটি

প্রসঙ্গত, বিট কয়েন, ক্রিপ্টোর বাজার দরের অনেকটাই নির্ভর করছে বিনিয়োগকারী, বা বিনিয়োগে ইচ্ছুকদের মনোভাবের ওপর। ক্রিপ্টো বিনিয়োগকারীরা দুনিয়া জুড়ে অনিশ্চয়তা তৈরি হলে তাদের কাছে থাকা ক্রিপ্টো বিক্রি করে দিতে চান, তখন তার দাম পড়ে যায়। যুদ্ধ, আততায়ী হামলার মত ঘটনা ক্রিপ্টো বাজারে 'বিয়ারিস রান' বা মন্দার প্রভাব তৈরি করে।