Bihar Shocker: অ্যাকাউন্টে ৮৭ কোটি, কয়েক ঘণ্টায় কোটিপতি নবম শ্রেণির পড়ুয়া

ব্যাঙ্কের আধিকারিকরা জানান, ভুল করে তার অ্যাকাউন্টে ৮৭ কোটি টাকা ঢুকে যায়। ব্যাঙ্ক কর্মীদের গাফিলতির জেরেই ওই কাণ্ড ঘটে। অর্থাৎ ব্যাঙ্কের ভুলের জেরে বিহারের ওই কিশোর ৫ ঘণ্টার জন্য কোটিপতি হয়ে যান।

Image used for representational purpose only | (Photo Credits: PTI)

পাটনা, ১৯ ডিসেম্বর:  ব্যাঙ্ক (Bank) ব্যালান্স চেক করতে গিয়ে কোটিপতি হয়ে গেল নবম শ্রেণির ছাত্র। শুনতে অবাক লাগলেও বিহারের (Bihar) মুজফ্ফরপুরে সম্প্রতি এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, মুজফ্ফরপুরের একটি গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অনলাইনে ৫০০ টাকা তুলতে যায় নবম শ্রেণির এক পডুয়া। সাইবার ক্যাফেতে গিয়ে ৫০০ টাকা তোলার সময় ওই ছাত্র দেখতে পায়, তাঁর অ্যাকাউন্টে ৮৭ কোটি টাকা রয়েছে। অবাক কিশোর সঙ্গে সঙ্গে বিষয়টি সাইবার ক্যাফের মালিককে দেখায়। তিনিও অবাক হয়ে যান। এরপর ওই কিশোর বাড়িতে গিয়ে মাকে সমস্ত কথা জানালে, তাঁরা ফের অযাকাউন্ট চেক করেন এবং সেখান থেকে ৮৭ কোটি চাকা ফের উধাও হয় যায়। অ্যাকাউন্ট থেকে ৮৭ কোটি টাকা উধাও হয়ে সেখানে ৩৭ টাকা পড়ে থাকলে ওই পড়ুয়া মাকে নিয়ে ব্যাঙ্কে যায়।

ব্যাঙ্কের আধিকারিকরা জানান, ভুল করে তার অ্যাকাউন্টে ৮৭ কোটি টাকা ঢুকে যায়। ব্যাঙ্ক কর্মীদের গাফিলতির জেরেই ওই কাণ্ড ঘটে। অর্থাৎ ব্যাঙ্কের ভুলের জেরে বিহারের ওই কিশোর ৫ ঘণ্টার জন্য কোটিপতি হয়ে যান।

ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কের তরফে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে ব্যাঙ্ক খোঁজ খবর শুরু করেছে বলে খবর।



@endif