SIM Cards: জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ, একগুচ্ছ সিম কার্ড বাতিল করছে কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় মন্ত্রী জানান, জালিয়াতির সঙ্গে যারা যুক্ত, তারা একবারে গুচ্ছ সিম কার্ড কেনে। এরপর বিভিন্ন সিম কার্ড ব্যবহার করে, একাধিক জালিয়াতি করার ফন্দি করে। এ বিষয়ে দীর্ঘদিন ধরে একাধিক খোঁজ খবর চালিয়ে তবেই, একগুচ্ছ সিম কার্ড বাতিলের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের তরফে করা হয় বলেও জানান অশ্বিনী বৈষ্ণব।

SIM Card (Photo Credit: File Photo)

দিল্লি, ২৪ মে: মোবাইল (Mobile) ফোনে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। মোবাইল ফোন ব্যবহার করে যাতে কেউ জালিয়াতি করতে না পারে, তার জন্য একগুচ্ছ সিম (SIM) কার্ড বাতিল করা হচ্ছে সরকারের তরফে। পাশাপাশি দোকান থেকে সিম কার্ড কিনতে গেলে যাতে কেওয়াইসি তথ্য জমা করা হয়, সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন হয়, সে বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রের তরফে।

সাইবার ফ্রড রুখতেই গুচ্ছ গুচ্ছ সিম কার্ড বাতিল করা হবে।  কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে সাংবাদিক সম্মেলনে করে এই  গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়। ইতিমধ্যেই ৫২ লক্ষ সিম কার্ডের কানেকশন বাতিল করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। পাশাপাশি সিম কার্ডের ৬৭ হাজার ডিলারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি ৩০০ এফআইআর দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ১৭ হাজার মোবাইল হ্যান্ডসেটও বাতিল করা হয়েছে। এমনই জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, জালিয়াতির সঙ্গে যারা যুক্ত, তারা একবারে গুচ্ছ সিম কার্ড কেনে। এরপর বিভিন্ন সিম কার্ড ব্যবহার করে, একাধিক জালিয়াতি করার ফন্দি করে। এ বিষয়ে দীর্ঘদিন ধরে একাধিক খোঁজ খবর চালিয়ে তবেই, একগুচ্ছ সিম কার্ড বাতিলের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের তরফে করা হয় বলেও জানান অশ্বিনী বৈষ্ণব।

এবার থেকে কোনও ব্যবসায়িক কাজের জন্য সিম কার্ড তুলতে হলে, সেই ব্যক্তিকে অবশ্যই কেওয়াইসি ডকুমেন্ট জমা করতে হবে। এই নিয়মের অন্যথা হলে, সরকারের তরফে সঙ্গে সঙ্গে জরিমানা ধার্য করা হবে। সেক্ষেত্রে ১০ লক্ষ টাকা জরিমানা করা হতে পারে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।  পাশাপাশি দেশের ১০ লক্ষ সিম কার্ড ডিলারকে সময় দেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশন করার জন্যই ওই ডিলারদের নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।