Independence Day 2022: 'গান্ধী, নেহেরুদের ছোট করার চেষ্টা চলছে', স্বাধীনতা দিবসে কেন্দ্রকে আক্রমণ সোনিয়ার
গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। স্বাধীনতা দিবসে যেমন কেন্দ্রীয় সরকারকে সজোরে আক্রমণ করেন সোনিয়া গান্ধী, তেমনি গোটা দেশের মানুষকে শুভেচ্ছা জানান। এই স্বাধীনতা যেন দেশে শান্তি, সুস্থিতি বজায় রাখে, সেই আবেদনও করেন সোনিয়া।
দিল্লি, ১৫ অগাস্ট: নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধরনের জন্য মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরুদের দেশের মানুষের সামনে নীচু করে দেখানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসের সকালে এমনই অভিযোগ করলেন কংগ্রেসের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধী। দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের আত্মবলিদানকে ছোট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সোনিয়া গান্ধী।গান্ধী-নেহেরু-আজাদ প্যাটেলদের মতো নেতাদের বিরোধিতা যেভাবে করা হচ্ছে, তার বিরুদ্ধে কংগ্রেস সব সময় সরব হয়েছে বলেও মন্তব্য করেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।
গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। স্বাধীনতা দিবসে যেমন কেন্দ্রীয় সরকারকে সজোরে আক্রমণ করেন সোনিয়া গান্ধী, তেমনি গোটা দেশের মানুষকে শুভেচ্ছা জানান। এই স্বাধীনতা যেন দেশে শান্তি, সুস্থিতি বজায় রাখে, সেই আবেদনও করেন সোনিয়া।
আরও পড়ুন: Independence Day 2022: স্বাধীনতা দিবসে আদিবাসী শিল্পীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
পাশাপাশি ভবিষ্যতে যাতে ভারতবর্ষের (India) মানুষ গণতান্ত্রিক দেশ হিসেবে গোটা বিশ্বের সামনে নিজেদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন, সেই আশাও প্রকাশ করেন সোনিয়া গান্ধী।