Bhutan's King India Visit: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে ভারতে আসছেন ভুটানের রাজা

কিছুদিন আগেই ডোকালাম নিয়ে ভুটানের উপর চিন চাপ সৃষ্টি করছে বলে শোনা যাচ্ছিল। এর মাঝে শনিবার জানা গেল আগামী সোমবার তিনদিনের সরকারি সফরে ভারতে আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক।

Photo Credits: ANI

নয়াদিল্লি: কিছুদিন আগেই ডোকালাম নিয়ে ভুটানের উপর চিন চাপ সৃষ্টি করছে বলে শোনা যাচ্ছিল। এর মাঝে শনিবার জানা গেল আগামী সোমবার তিনদিনের সরকারি সফরে (official visit) ভারতে (India) আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক (Bhutan's King Jigme Khesar Namgyel Wangchuck)।

ভারতীয় বিদেশমন্ত্রক (MEA)সূত্রে জানা গেছে, আগামী ৩ থেকে ৫ এপ্রিল সরকারি সফরে ভারতে আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। এখানে এসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন সরকারি অধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভুটানের রাজার সঙ্গে এই সফরে আসছেন সেই দেশের পররাষ্ট্র বিষয়ক ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী (Minister of Foreign Affairs and External Trade) ডাঃ টান্ডি দোর্জি (Dr. Tandi Dorji) এবং রয়্যাল গর্ভনমেন্ট অফ ভুটানের (Royal Government of Bhutan) বিভিন্ন সিনিয়র আধিকারিকরা। আরও পড়ুন: Delhi: অবৈধ বন্দুক দিয়ে জন্মদিনের কেক কাটা দিল্লির সেই ভাইরাল যুবক গ্রেফতার



@endif