Bhagwani Devi Dagar: বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতে দেশে ফিরলেন ৯৫ এর ভগবানী দেবী (দেখুন ভিডিও)

ভগবানী দেবী অংশ নেন ১০০ মিটার স্প্রিন্টে। মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। ছিনিয়ে নেন স্বর্ণপদক। এর পাশাপাশি আরো দুটি স্বর্ণপদক তাঁর ঝুলিতে ভরেন ৯৫ এর অ্যাথলেট ভগবানী দেবী ডাগর।

Bhagwani Devi Dagar Photo Credit: Twitter@ANI

বয়স কেবল সংখ্যা মাত্র, এই কথা আমাদের সকলেরই জানা। আর নতুন করে এই বিখ্যাত উক্তির প্রমাণ দিলেন ভগবানী দেবী। তাঁর বয়স ৯৪ বছর। আর এই বয়সে এসেও ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে তিন তিনটে পদক জিতলেন তিনি। একেবারে বুড়ো হারে ভেলকি দেখিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন ভগবানী দেবী  ডাগর।ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে আয়োজিত হয়েছিল এই অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেখানে অংশগ্রহণ করে তিনি জিতে নেন একটি সোনা এবং দুটি ব্রোঞ্জ পদক। যেখানে ৯৪ বছর বয়সে এসে বৃদ্ধ-বৃদ্ধাদের পায়ের ব্যথা, হাঁটুর সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে ভগবানী দেবী অংশ নেন ১০০ মিটার স্প্রিন্টে। মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেন তিনি। ছিনিয়ে নেন স্বর্ণপদক। এর পাশাপাশি আরো দুটি স্বর্ণপদক তাঁর ঝুলিতে ভরেন ৯৫ এর অ্যাথলেট ভগবানী দেবী ডাগর।  বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক ইনডোর চ্যাম্পিয়নশিপ২০২৩-এ ৩টি স্বর্ণপদক জিতে ভারতে এসে পৌঁছালেন তিনি। দিল্লি বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন- সকলের কাছে আমার বার্তা হল অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং সাফল্যের জন্য প্রচেষ্টা। এই কার্যে  পিতামাতাদের অবশ্যই শিশুদের খেলাধুলায় সহায়তা করতে হবে এবং তাদের দেশের জন্য একটি পদক পেতে প্রস্তুত করতে হবে।

দেখে নিন কি বললেন তিনি-