Bhagat Singh Jayanti 2022: ভগৎ সিং এর ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রদান করলেন প্রধানমন্ত্রী থেকে রাজনীতিবিদরা (দেখুন)
মাত্র ২৩ বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় তুলে নিয়েছিলেন ভারতমাতার অমর সন্তান ভগৎ সিং। ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর আজকের দিনে অবিভিক্ত পাঞ্জাবে জন্ম নিয়েছিলেন এই বিপ্লবী।
মাত্র ২৩ বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় তুলে নিয়েছিলেন ভারতমাতার অমর সন্তান ভগৎ সিং। ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর আজকের দিনে অবিভিক্ত পাঞ্জাবে জন্ম নিয়েছিলেন এই বিপ্লবী।অল্প সময়েই দেশবাসীর কাছে এক আদর্শময় ব্যক্তিত্বের ছাপ ছেড়ে যান তিনি, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অমর কীর্তির জন্য সবাই তাঁকে শহিদ ভগৎ সিং বলেই অভিহিত করেন। আজ ১১৫ তম জন্মবার্ষিকী এই বিপ্লবীর। তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি,প্রাক্তন উপরাষ্ট্রপতি থেকে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।