Bengaluru: জানলা খুলে ভালবাসায় মত্ত দম্পতি, প্রতিবেশীর ব্যবহারে বিড়ম্বিত মহিলা পুলিশের দ্বারস্থ
বিষয়টি ওই মহিলা তাঁর বাড়ির মালিককে জানান। যা জানার পরপরই বাড়ির মালিক চিকান্না এবং তাঁর ছেলে মঞ্জুনাথ সংশ্লিষ্ট দম্পতির পক্ষ নেন এবং তাঁদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন বলে অভিযোগ।
বেঙ্গালুরু, ২০ মার্চ: এবার এক অদ্ভুদ অভিযোগ দায়ের করা হল বেঙ্গালুরু (Bengaluru) পুলিশের (Police) কাছে। যেখানে বেঙ্গালুরুর অভলাহাল্লির বাসিন্দা এক মহিলা তাঁর প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে জানলা খুলে ভালবাসায় মত্ত হওয়ার অভিযোগ করেন। বেঙ্গালুরুর গিরিনগর থানায় হাজির হয়ে বছর ৪৪-এর ওই মহিলা প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে জানলা খুলে ভালবাসায় মত্ত হওয়ার অভিযোগ করেন। মধ্য বয়সী ওই মহিলার অভিযোগ, তাঁর প্রতিবেশী দম্পতি জানলা খুলে কার্যত একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েন। যা তাঁর পরিবারকে বিড়ম্বনায় ফেলে প্রায় সব সময়ই। পরিবারের অস্বস্তি এবং বিড়ম্বনার কথা ওই দম্পতিকে জানালে, তাঁরা তাঁকে হুমকি দেন বলে অভিযোগ।
এরপরই বিষয়টি ওই মহিলা তাঁর বাড়ির মালিককে জানান। যা জানার পরপরই বাড়ির মালিক চিকান্না এবং তাঁর ছেলে মঞ্জুনাথ সংশ্লিষ্ট দম্পতির পক্ষ নেন এবং তাঁদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন বলে অভিযোগ। বাধ্য হয়েই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন বলে দাবি।
অভিযোগ দায়েরের পরপরই পুলিশ সংশ্লিষ্ট দম্পতির উপর বেশ কয়েকটি ধারা প্রয়োগ করে। যার মধ্যে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৬, ৫০৯ এবং ৩৪-এর ধারা রয়েছে বলে খবর।