Bengaluru: লকডাউনের বাজারে মিষ্টি চোরের কুকীর্তি, কাঁচ ভেঙে ঢুকে ২৪টা রসগোল্লার টিন নিয়ে চম্পট
লকডাউনের বাজারে মিষ্টি চোরের কুকীর্তি। লকডাউনে থাকা বেঙ্গালুরুর এক রেস্তোঁরায় ঢুকে পড়ে এক চোর। তারপর সেখান থেকে রসগোল্লা, গুলাব জামুন সহ নানা মিষ্টি-তেল নিয়ে পালিয়ে যায়।
বেঙ্গালুরু, ৩১ মে: লকডাউনের বাজারে মিষ্টি চোরের কুকীর্তি। লকডাউনে থাকা বেঙ্গালুরুর (Bengaluru) এক রেস্তোঁরায় ঢুকে পড়ে এক চোর। তারপর সেখান থেকে রসগোল্লা (Rasgulla), গুলাব জামুন (Gulab Jamun) সহ নানা মিষ্টি-তেল নিয়ে পালিয়ে যায়। গত শুক্রবার বেঙ্গালুরুর মিকো লেআউট পুলিশ স্টেশনে সান্টু মণ্ডল নামের এক রেস্তোঁরার ম্যানেজার এই নিয়ে অভিযোগ দায়ের করেন। চোর ২৪টি বড় রসগোল্লার টিন, ১২ টিন গুলাব জামুনের পাশাপাশি ৫৩০টা রান্নার তেলের ১কেজির প্যাকেট নিয়ে পালিয়ে যায়। রেস্তোঁরার কাঁচের দরজা ভেঙে চোর ঢুকেছিল বলে অভিযোগ।
Covid Patient's Body: যোগী রাজ্যে পিপিই কিট পরা ব্যক্তি কোভিডে মৃতদেহ ছুঁড়ছেন নদীতে, ভাইরাল ভিডিও
গত ২৪ এপ্রিল থেকে বেঙ্গালুরুতে চলছে লকডাউন। এক মাস পর সেই হোটেল বা রেস্তোঁরা কেমন অবস্থায় আছে তা দেখতে যান ম্যানেজার। হোটেলে গিয়েই তিনি তাজ্জব বনে যান। ম্যানেজার দেখেন হোটেলের কাঁচ ভাঙা, ভিতরের চেয়ার টেবিলগুলোও সব উল্টে ফেলা আছে। হোটেলের সিসিটিভি দেখে চোরকে শনাক্ত করার কাজ চলছে।
পুলিশকে হোটেলের ম্যানেজার জানায়, 'হোটেলের কাঁচ ভেঙে ঢুকে চোর ১২টিন গুলাব জামুন, ২৪টিন রসগোল্লা (প্রায় ৮৯ কেজি), ৪৫৩০ প্যাকেট ভোজ্য তেল (১ লিটার করে প্রতিটি প্যাকেটে তেল থাকা) নিয়ে চম্পট দেয়। মোট ৮৯ হাজার টাকার জিনিস নিয়ে চোর চম্পট দিয়ে বলেছে হিসেব করে দেখা গিয়েছে।