Bengaluru: কলেজে প্রবেশে বাধা, বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুন করল পড়ুয়া
ওই বর্মনকে কলেজে প্রবেশে বাধা দিলে, ৫২ বছরের ওই নিরাপত্তারক্ষীর উপর ক্লাস টপার ঝাঁপিয়ে পড়ে বলে খবর। ভারতীয় ন্যায় সঙ্গীতার অধীনে ১০১ ধারায় বর্মনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।
বেঙ্গালুরু, ৪ জুলাই: উত্তর বেঙ্গালুরুতে (Bengaluru) ভয়াবহ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। উত্তর বেঙ্গালুুরুর একটি কলেজে এক ছাত্রকে প্রবেশে বাধা দিলে নিরাপত্তারক্ষীকে খুনের অভিযোগ ওঠে পড়ুয়ার বিরুদ্ধে। ৫২ বছরের জয় কিশোর রায় পড়ুয়াকে কলেজে প্রবেশে বাধা দিলে, তাঁকে খুন করে ওই ছাত্র। অসমের বাসিন্দা বর্মন বেঙ্গালুরুতে বসবাস করেন পড়াশোনার সূত্রে। ওই বর্মনকে কলেজে প্রবেশে বাধা দিলে, ৫২ বছরের ওই নিরাপত্তারক্ষীর উপর ক্লাস টপার ঝাঁপিয়ে পড়ে বলে খবর। ভারতীয় ন্যায় সঙ্গীতার অধীনে ১০১ ধারায় বর্মনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে।
কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের তোড়জোড় চলছিল। বর্মন এবং তাঁর বেশ কয়েকজন বন্ধু সেই কাজ করছিলেন জোর কদমে। তার মাঝই নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় তাঁকে খুন করে অসমের বাসিন্দা এই যুবক।