Bengaluru Shocker: ভিন্ন জাতে বিয়ে মেনে নেয়নি পরিবার, 'পারিবারিক সম্মান রক্ষায়' চরম নৃশংসতা? শিউরে উঠবেন

রিপোর্টে প্রকাশ, দলিত ঘরের ছেলে বছর ২০-র মানুর সঙ্গে বিয়ে হয় অর্চিতার। উচু জাতের অর্চিতার সঙ্গে ক্যাব চালক মানুর বিয়ের বিষয়টি দুজনের পরিবার কখনও মানতে পারেনি। ফলে মানু এবং অর্চিতা লুকিয়ে বিয়ে করেন।

Representational Image (Photo Credits: Pixabay)

বেঙ্গালুরু, ৬ নভেম্বর: জলের ট্যাঙ্কে (Water Tank) মিলল ছোট্ট শিশুর মৃতদেহ। বেঙ্গালুরুর (Bengaluru) ইগ্গালুরু গ্রামে দাদুর (বাবার দিকের) বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্কের মধ্যে থেকে মেলে শিশুর মৃতদেহ। সোমবার বিকেলে জলের ট্যাঙ্ক থেকে শিশুর মৃতদেহ উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।

রিপোর্টে প্রকাশ, দলিত ঘরের ছেলে বছর ২০-র মানুর সঙ্গে বিয়ে হয় অর্চিতার। উচু জাতের অর্চিতার সঙ্গে ক্যাব চালক মানুর বিয়ের বিষয়টি দুজনের পরিবার কখনও মানতে পারেনি। ফলে মানু এবং অর্চিতা লুকিয়ে বিয়ে করেন। বিয়ের বছরখানের পর মানু এবং অর্চিতার কন্যা পৃথিবীর আলো দেখে। মানু এবং অর্চিতার বিয়ে যেমন তাঁদের পরিবারের তরফে মেনে নেওয়া হয়নি। তেমনি তাঁদের ছোট্ট কন্যা সন্তানকেও মেনে নেওয়া হয়নি। পরিবারের সম্মানের জেরেই মানু এবং অর্চিতার কন্যাকে খুন করে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশের কথায়, অর্চিতা সোমবার সকাল থেকে তাঁর মেয়ের খোঁজ পাচ্ছিলেন না। শৌচাগার থেকে বেরনোর পর থেকেই অর্চিতা মেয়ের খোঁজ পাননি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। একই গ্রামে মানু এবং অর্চিতার বাড়ি হওয়ায়, নিখোঁজ শিশুর দাদুর বাড়িতেও খোঁজ চলে। এরপর মানুর বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্কের ভিতর থেকে ছোট্ট শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।