Bengaluru: বেঙ্গালুরুর জেলে মৌলবাদ ছড়ানোর চেষ্টা, ৭ রাজ্যের ১৭ জায়গায় তল্লাশি NIA-র

২০২৩ সালের জুলাই মাসে বেঙ্গালুরু পুলিশ ৭টি বন্দুক, গুলি, ম্যাগাজিন-সহ একাধিক অস্ত্র উদ্ধার করে। এরপরই ২৫ অক্টোবর এনআইএ তল্লাশির দায়িত্ব নেয়। এনআইএ দায়িত্ব নিতেই ১৩ ডিসেম্বর থেকে খোঁজ শুরু হয় অভিযুক্তদের।

NIA (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ৫ মার্চ: টি নাসির এবং লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত এক জঙ্গি জেলের মধ্যে সন্ত্রাসবাদের বীজ বপন করতে চাইছে। বেঙ্গালুরুর (Bengaluru) জেলে ওই ২ ব্যক্তি অন্য বন্দিদের সঙ্গে কথা বলে, দেশের বিরুদ্ধে জঙ্গিপনায় মদত দেওয়ার চেষ্টা করছে। এমন খবর পেতেই এনআইএ (NIA) তল্লাশি শুরু করে। বেঙ্গালুরু-সহ পরপর ৭টি রাজ্যে খোঁজ শুরু করেছে এনআইএ। কারা কারা এই ঘটনায় যুক্ত, তা খতিয়ে দেখতেই ৭টি রাজ্যের ১৭টি জায়গায় জোরদার তল্লাশি শুরু করেছে এনআইএ। জেলের ভিতর মৌলবাদ ছড়িয়ে কীভাবে বন্দিদের দেশের সম্মুখে দেশের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে, তা প্রকাশ্যে আসতেই জোরদার তল্লাশি শুরু হয়।

দেখুন ভিডিয়ো...

 

আরও পড়ুন: Bengaluru: বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৪ জন

২০২৩ সালের জুলাই মাসে বেঙ্গালুরু পুলিশ ৭টি বন্দুক, গুলি, ম্যাগাজিন-সহ একাধিক অস্ত্র উদ্ধার করে। এরপরই ২৫ অক্টোবর এনআইএ তল্লাশির দায়িত্ব নেয়। এনআইএ দায়িত্ব নিতেই ১৩ ডিসেম্বর থেকে খোঁজ শুরু হয় অভিযুক্তদের।

গত শুক্রবার বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের একটি ক্যাফেতে যে বিস্ফোরণ হয়, তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে এনআইএ এবং পুলিশ যৌথভাবে।