বেঙ্গালুরু, ৬ ডিসেম্বর: বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় প্রকাশ্যে থেঁতলে দেওয়া হল এক ব্যক্তির মাথা। বেঙ্গালুরুর কে পি আগ্রাহারা এলাকায় ৬ জন মিলে একযোগে এক ব্যক্তির উপর হামলা চালানো হয়। এরপর পাথর দিয়ে ওই ব্যক্তির মাথা থেঁতলে দেওয়া হয় মাটিতে। পরপর ৬ জন যখন একযোগে এক ব্যক্তির উপর হামলা চালায়, সেই ফুটেজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে হাজির হলে, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাসপাালে (Hospital)। তবে চিকিৎসা শুরুর আগেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: Shraddha Walker Murder: মাদকের নেশায় চুর আফতাব গলা টিপে খুন করে প্রেমিকা শ্রদ্ধাকে
Man's Head smashed with stone in #Bengaluru, Murder Caught on Camera. 6 accused, including 3 women are yet to be identified by the police.@indiatvnews pic.twitter.com/6fjtIjxfcQ
— T Raghavan (@NewsRaghav) December 6, 2022
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ যে ৬ জনকে গ্রেফতার করে, তাদের মধ্যে ৩ জন মহিলা। তবে কেন ওই ৬ জন একযোগে ওই ব্যক্তির উপর হামলা চালায়, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।