Bengaluru Rameshwaram Cafe Blast: বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণে অভিযুক্ত আটক NIA-এর হাতে, রিপোর্ট

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর মূল অভিযুক্তকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে পুলিশ। এরপর গত ৩ মার্চ গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে। সংশ্লিষ্ট ঘটনার তদন্ত হাতে পেয়েই বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের ওইরামেশ্বরম ক্যাফেতে পৌঁছে যায় এনআইএ-র দল।

Bengaluru Blast Accused (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ১৩ মার্চ: বেঙ্গালুরুর (Bengaluru) রামেশ্বরম ক্যাফে Rameshwaram Cafe ) বিস্ফোরণের (Blast) ঘটনায় মূল অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম সাব্বির। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত সাব্বিরকে আটক করে এনআইএ (NIA)। সূত্রের তরফে মিলছে এমন খবর। কর্ণাটকের বেল্লারি জেলা থেকে আটক করা হয় অভিযুক্ত সাব্বিরকে।

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর মূল অভিযুক্তকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে পুলিশ। এরপর গত ৩ মার্চ গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে। সংশ্লিষ্ট ঘটনার তদন্ত হাতে পেয়েই বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের ওইরামেশ্বরম ক্যাফেতে পৌঁছে যায় এনআইএ-র দল। তারপর থেকেই মূল অভিযুক্তকে খোঁজার কাজ শুরু করেন এনআইএ-র গোয়েন্দারা। প্রসঙ্গত গত ১ মার্চ রামেশ্বরম ক্যাফেতে ব্যস্ত সময়ে যে বিস্ফোরণ হয়, তার জেরে পরপর ১০ জন আহত হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আইইডি বিস্ফোরণের জেরেই ১ মার্চ কেঁপে ওঠে রামেশ্বরম ক্যাফে।

আরও পড়ুন: Bengaluru: বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ 

এনআইএ তদন্তভার হাতে নিয়ে জানিয়ে দেয়, যে বা যাঁরা অভিযুক্তের খোঁজ দিতে পারবেন, তাঁকে ১০ লক্ষ পুরষ্কার দেওয়া হবে। তবে কে অভিযুক্তর খোঁজ দিয়েছেন, তাঁর পরিচয় সম্পূর্ণ গোপণ রাখা হবে বলেও জানায় কেন্দ্রীয় তদন্তকারী দল।



@endif