Supreme Court On Manipur Violence: মণিপুর হিংসার তদন্তে সিট গঠনের মামলা সোমবার শুনবে সুপ্রিম কোর্ট
মণিপুরে হিংসা ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মণিপুর ট্রাইবাল ফোরাম। সোমবার সেই আবেদনটির শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে।
নয়াদিল্লি: মণিপুরে হিংসা (Manipur Violence) ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (Special Investigation Team) বা সিট (SIT) গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে মণিপুর ট্রাইবাল ফোরাম (Manipur Tribal Forum)। সোমবার সেই আবেদনটির শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice of India D.Y. Chandrachud) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে।
উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য মণিপুরে আচমকা এতবড় গণ্ডগোল কী করে লাগল তার কারণ জানতে দেশের সর্বোচ্চ আদালতের নিয়ন্ত্রণাধীন বিশেষ তদন্তকারী দল গঠনের প্রয়োজন আছে বলে মনে করছে মণিপুরের উপজাতি সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করা দিল্লিতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংস্থা মণিপুর ট্রাইবাল ফোরাম। আর তাই শনিবারই এই বিষয়ে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানি করার আবেদন জানিয়ে হলফনামা জমা করা তারা। তড়িঘড়ি সুপ্রিম কোর্টের তরফেও জানিয়ে দেওয়া হয় আগামী সোমবার অর্থাৎ ৮ মে এই আবেদনের শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা (Justices P.S. Narasimha) ও বিচারপতি জে বি পার্দিওয়ালার (J.B. Pardiwala) ডিভিশন বেঞ্চে।
মণিপুর ট্রাইবাল ফোরামের দুই আইনজীবী সত্য মিত্র ও বর্ষীয়ান সাংবাদিক কলিন গনসালভেস তাঁদের হলফমানায় উল্লেখ করেছেন, মণিপুরের পরিস্থিতি এখন চরম ভয়াবহ জায়গায় গিয়ে পোঁছেছে। এখন পর্যন্ত সেখানে ৩২ জনের মৃত্যু হয়েছে আর জখম হয়েছেন ১৩২ জন। রাজ্য ও কেন্দ্রের ক্ষমতায় থাকা মানুষগুলোর জন্য এমন ধরনের ঘটনা ঘটছে। প্রভাবশালীদের মদতেই নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে। পুলিশের চোখের সামনে সবকিছু হচ্ছে। অনেক ক্ষেত্রে তারাই মদত দিচ্ছে। ক্ষমতার জোরে তাণ্ডবকারীরা পরিকল্পনা করে অসাম্প্রদায়িক বিষয়ে গণ্ডগোল করছে।