Bees Attack: সাবধান! পুকুরে স্নান করতে গিয়ে মৌমাছির কামড়ে মহিলা-সহ তিন শিশুর মৃত্যু
ঝাড়খণ্ডের রাঁচিতে এক ঝাঁক মৌমাছির হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ তিন শিশুর। তাদের মধ্যে দুই জন শিশু মহিলার সন্তান।
রাঁচি, ২৩ সেপ্টেম্বরঃ মৌমাছির কামড়ে প্রাণ গেল পরিবারের চার সদস্যের। ঝাড়খণ্ডের রাঁচিতে (Ranchi) এক ঝাঁক মৌমাছির হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ তিন শিশুর। তাদের মধ্যে দুই জন শিশু মহিলার সন্তান। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে টুপুদানা এলাকায়।
আকস্মিক ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২১ সেপ্টেম্বর। দুই মেয়েকে এবং স্বামীকে নিয়ে দিন কয়েক আগে রাঁচির টুপুদানায় বাপের বাড়িতে আসেন জ্যোতি গাদি নামে বছর চব্বিশের ওই মহিলা। শনিবার দুই মেয়ে মনিকা (৫), মনিতা (১), এবং বাপের বাড়ির এক আত্মীয়ের ছেলে রোহনকে (৮) নিয়ে পুকুরে স্থান করতে যান জ্যোতি। পুকুর পাড়ে অন্যান্য গ্রামবাসীরাও ছিলেন। এমন সময়ে হঠাৎই এক ঝাঁক মৌমাছি উড়ে এসে হামলা করে তাঁদের উপর। পুকুর পাড়ে হইচই কাণ্ড বেঁধে যায়। বাকিরা ছুটে পালাতে সক্ষম হলেও তিন সন্তানকে নিয়ে পালাতে পারেননি জ্যোতি।
তাঁদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। চাদর, কম্বল নিয়ে উদ্ধারে এগিয়ে আসলেন সকলে। তবে ততক্ষণে অনেক দেড়ি হয়ে গিয়েছে। মনিকা এবং মনিতা ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জ্যোতি এবং রোহণকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁদের ভর্তি না নেওয়ায় টুপুদানার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জ্যোতি এবং রোহণকে। তবে চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর।