IPL Auction 2025 Live

Bardhaman-Durgapur Lok Sabha Election Results 2024 Live: এক ক্লিকে জেনে নিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের খবর

২০১৪ সালে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের মমতাজ সঙ্ঘমিতা। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৫৪ হাজার ৫২১ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের সইদুল হক। তিনি পেয়েছিলেন ৪ লক্ষ ৪৭ হাজার ১৯০ ভোট।

কলকাতাঃ পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান দুই জেলা নিয়ে গঠিত বর্ধমান-দুর্গাপুর। বর্ধমান, কাটোয়া এবংদুর্গাপুর-এই তিনটি লোকসভা কেন্দ্র মিলিয়ে এই কেন্দ্রটি আত্মাপ্রকাশ করে। সাতটি লোকসভা কেন্দ্র (Loksabha Constituency) নিয়ে এই কেন্দ্রট গঠিত। যেগুলি হল দুর্গাপুর পূর্ব,দুর্গাপুর পশ্চিম, মন্তেশ্বর, বর্ধমান উত্তর,বর্ধমান দক্ষিণ,ভাতার, গলসি। এই কেন্দ্রটি বর্তমানে বিজেপির দখলে। এই কেন্দ্রের বর্তমান সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়া। এই কেন্দ্রের ভোট হয়ে গিয়েছে ১৩ মে। এ বার এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC)  হয়ে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ। বিজেপির (BJP) হয়ে দাঁড়িয়েছেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। অন্যদিকে সিপিএমের (CPIM) হয়ে লড়ছেন সুকৃতি ঘোষাল।

২০১৪ সালে এই কেন্দ্রে জিতেছিলেন তৃণমূলের মমতাজ সঙ্ঘমিতা। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৫৪ হাজার ৫২১ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের সইদুল হক। তিনি পেয়েছিলেন ৪ লক্ষ ৪৭ হাজার ১৯০ ভোট। বিজেপির হয়ে দেবশ্রী চৌধুরী পান ২ লক্ষ ৩৭ হাজার ২০৫ ভোট। এরপর ২০১৯ সালে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৫ লক্ষ ৯৮ হাজার ৩৭৬ ভোটে জেতেন বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়া। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৫ হাজার ৯৩৭ ভোট। এ বার এই আসনে চোখ রয়েছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে বিজেপির চ্যালেঞ্জ আসন ধরে রাখার। কে হাসবে শেষ হাসি তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।