Bankura Lok Sabha Election Results 2024 Live: ভোট আবহে জেনে নিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ইতিবৃত্ত
চব্বিশের লোকসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও চাইছে ক্ষমতা ধরে রাখতে। এ বার কে জেতে শেষ পর্যন্ত তা দেখার আশায় গোটা দেশ।
কলকাতাঃ পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হল বাঁকুড়া। বর্তমানে এই আসনটি বিজেপির (BJP)দখলে। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। যার মধ্যে রয়েছে রানিবাঁধ, রায়পুর,বাঁকুড়া,শালতোড়া,তালডাংরা,বাঁকুড়া ও ছাতনা। এর মধ্যে চারটি বিধানসভা বিজেপির দখলে। বাকি তিন বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে। এই কেন্দ্রের ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) ২৫ শে মে। এ বার বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন গতবারের বিজয়ী সুভাষ সরকার।
২০১৪ সালে বাম দুর্গের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। ৪ লক্ষ ৮৩ হাজার ভোট পেয়ে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে সরিয়ে মসনদে বসেন মুনমুন। তবে খুব বেশিদিন ক্ষমতা কায়েম করতে পারেনি রাজ্যের শাসক দল। ২০১৯ সালেই ফের পালা বদল। বাঁকুড়ায় গেরুয়া ঝড় তোলেন ডঃ সুভাষ সরকার। ৬ লক্ষ ৭৫ হাজার ৩১৯ ভোটে জিতেছিলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ৫ লক্ষ ৯৮৬ টি ভোট। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের অমিয় পাত্র। তিনি পান ১ লক্ষ ২৮২ টি ভোট। চব্বিশের লোকসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও চাইছে ক্ষমতা ধরে রাখতে। এ বার কে জেতে শেষ পর্যন্ত তা দেখার আশায় গোটা দেশ।