Bank Holiday In October 2021: অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন কোন দিনগুলিতে পাওয়া যাবে না পরিষেবা

অক্টোবরে একাধিক উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। ওই দিন ব্যাঙ্কে কোনও পরিষেবা পাওয়া যাবে না। তাই সময় থাকতে কাজ মেটাতে হবে গ্রাহকদের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশিকা অনুসারে, দেশের সমস্ত ব্যাঙ্ক রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এমনিতেই বন্ধ থাকে। উপরন্তু, আরও গান্ধী জয়ন্তী, দুর্গাপুজো, ইদ, দীপাবলি-সহ বেশ কয়েকটি উৎসব রয়েছে অক্টোবর মাস, যার জন্য অক্টোবরে সব মিলিয়ে ২১ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। ব্যাঙ্কে ছুটি রাজ্য ভেদে ভিন্ন হতে পারে।

ছবিটি প্রতীকী (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর: অক্টোবরে একাধিক উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। ওই দিন ব্যাঙ্কে কোনও পরিষেবা পাওয়া যাবে না। তাই সময় থাকতে কাজ মেটাতে হবে গ্রাহকদের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশিকা অনুসারে, দেশের সমস্ত ব্যাঙ্ক রবিবার ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এমনিতেই বন্ধ থাকে। উপরন্তু, আরও গান্ধী জয়ন্তী, দুর্গাপুজো, ইদ, দীপাবলি-সহ বেশ কয়েকটি উৎসব রয়েছে অক্টোবর মাস, যার জন্য অক্টোবরে সব মিলিয়ে ২১ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। ব্যাঙ্কে ছুটি রাজ্য ভেদে ভিন্ন হতে পারে।

দেখে নিন অক্টোবর মাসে ছুটির তালিকা:

নিয়ম অনুযায়ী, চারটি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ব্যাঙ্ক বন্ধ থাকে। তাই এমনিতেই ৬দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও রয়েছে কয়েকটি উৎসব। ওই দিনগুলিতেও রাজ্য ভিত্তিক ব্যাঙ্কে কোনও কাজ হবে না।

ব্যাঙ্কের ছুটি রাজ্য অনুসারে আলাদা আলাদা হয়। কখনও কখনও সমস্ত ব্যাঙ্ক সংশ্লিষ্ট দিনে ছুটি দেয় না। ছুটির দিন একটি বিশেষ রাজ্যে পালন করা উৎসবগুলির ওপর নির্ভর করে।