Bank Holidays in August 2021: চলতি মাসে এই দিনগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক; রইল আগস্টের ছুটির তালিকা

চলতি মাসে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে ৫টি রবিবার ছাড়াও আরও বেশ কিছু ছুটি থাকবে। এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকবে। তবে এটিএম গুলি খোলা থাকবে। ব্যাঙ্কে যাবতীয় আর্থিক লেনদেনও বন্ধ থাকবে। এই দিনগুলি বাদ দিয়ে ব্যাঙ্কে গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সারতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক আগস্টের ছুটির তালিকা পাঠিয়েছে। যদিও, সব রাজ্যে ছুটি এক হয় না।

ব্যাঙ্ক (Photo Credits: PTI)

মুম্বই, ১ অগাস্ট: চলতি মাসে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিতে ৫টি রবিবার ছাড়াও আরও বেশ কিছু ছুটি থাকবে। এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকবে। তবে এটিএম গুলি খোলা থাকবে। ব্যাঙ্কে যাবতীয় আর্থিক লেনদেনও বন্ধ থাকবে। এই দিনগুলি বাদ দিয়ে ব্যাঙ্কে গিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সারতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক আগস্টের ছুটির তালিকা পাঠিয়েছে। যদিও, সব রাজ্যে ছুটি এক হয় না। দেখে নিন রাজ্যভিত্তিক অগাস্ট ২০২১-র ছুটির তালিকা-

 

ব্যাঙ্কে ছুটির তালিকা

নিয়ম অনুযায়ী, পাঁচটি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ব্যাঙ্ক বন্ধ। ১৪ অগাস্ট ও ২৮ অগাস্ট বন্ধ থাকছে। মহরমের জন্য ১৯ বা ২০ অগাস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ অগাস্ট জন্মাষ্টমী, সেদিনও ব্যাঙ্কগুলি বন্ধ রাখা হবে। আরও পড়ুন, হিমাচলপ্রদেশে প্রবল বৃষ্টি, ধসে নিহত ২১১ জন, মারা গেছে ৪৩৮ টি পশু

উল্লেখ্য, যে দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলি শুধুমাত্র অগাস্ট ২০২১-র তালিকা। ব্যাঙ্কের কোনও লেনদেন না হলেও অনলাইন সার্ভিস খোলা থাকবে।